ফেনীতে টানা ভারি বৃষ্টিপাত ও ভারতের উজানের ঢলে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর অন্তত ১৪টি স্থানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে গেছে। এতে ফুলগাজী ও পরশুরাম উপজেলার ৩০টিরও বেশি গ্রাম প্লাবিত হয়েছে। দুই উপজেলায় ১৩১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।
মুহুরী নদীর পানি বিপৎসীমার ১.৩৭ মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ১৫ ঘণ্টায় পানি বেড়েছে প্রায় ৭ মিটার (২২ ফুট ১০ ইঞ্চি)। ফেনীতে ২৪ ঘণ্টায় ৪৪১ মি.মি. বৃষ্টিপাত রেকর্ড হয়েছে—চলতি বর্ষার সর্বোচ্চ।
বিদ্যুৎ মিটার ও সাবস্টেশন পানিতে তলিয়ে যাওয়ায় কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, সময়মতো বাঁধ মেরামত না করায় ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে।
উপজেলা প্রশাসনের তথ্যে, শতাধিক মানুষ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। দুর্গতদের জন্য শুকনো ও রান্না করা খাবারের জন্য সাড়ে ৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ফেনী জেলা প্রশাসন কন্ট্রোল রুম চালু করেছে—01818-444500, 01336-586693।
#ফেনীবন্যা #মুহুরীনদী #পরশুরাম #ফুলগাজী #বাঁধভাঙন #FeniFlood #MuhuriRiver #Parshuram #Phulgazi #EmbankmentCollapse
বাংলাদেশ ডিপ্লোম্যাট/এমআইজে