1:40 pm, Thursday, 3 April 2025

আড়াই মাস পর নিখোঁজ বিএনপি নেতা পান্নুকে খুলনা থেকে উদ্ধার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

প্রায় আড়াই মাস নিখোঁজ থাকার পর ঢাকার নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজাদুল হাই পান্নুকে খুলনা থেকে উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার ভোরে খুলনা শহর থেকে তাকে উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুল আলম।

পুলিশের এই কর্মকর্তা জানান, ঢাকা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে পুলিশ।

মো. আশরাফুল আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ব্যক্তিগত কারণে অভিমান করে আত্মগোপনে ছিলেন আজাদুল হাই পান্নু। উদ্ধারের পর তাকে পরিবারের ও রাজনৈতিক সহকর্মীদের জিম্মায় বুঝিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে তিনি সুস্থ ও ভাল আছেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

উল্লেখ্য, গত ৮ জানুয়ারি বাসা থেকে বের হন বিএনপির এ নেতা। তার মোবাইল বন্ধ থাকায় ১০ জানুয়ারি তার ছেলে বাদী হয়ে নবাবগঞ্জ থানায় একটি জিডি করেন। এরপরও তার সন্ধান পাওয়া যায়নি। ১৫ মার্চ এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেন বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি নেতা আজাদুল ইসলাম হাই পান্নুকে অবিলম্বে খুঁজে বের করে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করার জন্য সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দাবি জানান দলটির মহাসচিব।

গতকাল বুধবার একই দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat বাংলাদেশ ডিপ্লোম্যাট

Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট | A Popular News Portal Of Bangladesh.
Popular Post

কনক্রিট হল ব্লক- বাড়ির শক্ত ভিতের জন্য সেরা পছন্দ

আড়াই মাস পর নিখোঁজ বিএনপি নেতা পান্নুকে খুলনা থেকে উদ্ধার

Update Time : 01:03:26 am, Friday, 21 March 2025

প্রায় আড়াই মাস নিখোঁজ থাকার পর ঢাকার নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজাদুল হাই পান্নুকে খুলনা থেকে উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার ভোরে খুলনা শহর থেকে তাকে উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুল আলম।

পুলিশের এই কর্মকর্তা জানান, ঢাকা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে পুলিশ।

মো. আশরাফুল আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ব্যক্তিগত কারণে অভিমান করে আত্মগোপনে ছিলেন আজাদুল হাই পান্নু। উদ্ধারের পর তাকে পরিবারের ও রাজনৈতিক সহকর্মীদের জিম্মায় বুঝিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে তিনি সুস্থ ও ভাল আছেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

উল্লেখ্য, গত ৮ জানুয়ারি বাসা থেকে বের হন বিএনপির এ নেতা। তার মোবাইল বন্ধ থাকায় ১০ জানুয়ারি তার ছেলে বাদী হয়ে নবাবগঞ্জ থানায় একটি জিডি করেন। এরপরও তার সন্ধান পাওয়া যায়নি। ১৫ মার্চ এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেন বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি নেতা আজাদুল ইসলাম হাই পান্নুকে অবিলম্বে খুঁজে বের করে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করার জন্য সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দাবি জানান দলটির মহাসচিব।

গতকাল বুধবার একই দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।