চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার( ১৭ মার্চ) রাত ১১ টার দিক উপজেলার দূর্গাপুর ইউনিয়নের মিঠুরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় জড়িত আব্দুল মজিদ নামে একজনকে আটক করেছে মতলব উত্তর থানার পুলিশ।
পুলিশ জানায়, মতলব উত্তর উপজেলার মিঠুরকান্দি গ্রামে মুক্তা মনির বাড়িতে ভুক্তভোগী সুরমা বেগম বেড়াতে আসলে রাতে বাথরুমে যাওয়ার সময় আ. মজিদ প্রকাশ টুটুল (৪৩) এর সহায়তায় মো. মামুন (৪৫) মুখ চেপে ধরে ওই বাড়ী সংলগ্ন জনৈক নিজাম উদ্দিনের বাগানে জোরপূর্বক ধর্ষণ করে।
এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় (১৮ মার্চ) ওই গৃহবধূর বাদী হয়ে মতলব উত্তর থানায় ধর্ষণের মামলা দায়ের করেন। মামলার পর অভিযান চালিয়ে জড়িতদের মধ্যে আব্দুল মজিদকে গ্রেপ্তার করে পুলিশ।
মতলব উত্তর অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক বলেন, এ ঘটনায় পর অভিযুক্ত আ. মজিদ প্রকাশ টুটুলকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।