1:51 pm, Thursday, 3 April 2025

ঈদযাত্রায় ১৩ পয়েন্টে ভোগান্তির আশঙ্কা, বাড়ানো হয়েছে টহল টিম

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

আসন্ন ঈদযাত্রায় ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ ও নরসিংদীর ১৩টি গুরুত্বপূর্ণ পয়েন্টে যানজটের আশঙ্কা করা হচ্ছে। প্রতিবছর ঈদ উপলক্ষে এসব পয়েন্টে যানজট সৃষ্টি হয়, ফলে ঘরমুখো মানুষদের চরম দুর্ভোগে পড়তে হয়। এবারও একই চিত্র দেখা যেতে পারে বলে আশঙ্কা করছেন যাত্রী ও পরিবহন চালকরা। তবে হাইওয়ে পুলিশ জানিয়েছে, যানজট এড়াতে তারা অতিরিক্ত জনবল মোতায়েনসহ বিভিন্ন ব্যবস্থা নিয়েছে।

ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী অংশে ঈদযাত্রার সময় তুলনামূলক কম যানজট হয়। তবে এবার ছয়লেন প্রকল্পের কাজ চলমান থাকায় মাধবদী, পাঁচদোনা, ভেলানগর, ইটাখোলা, মরজাল, বারৈচা- এই পয়েন্টে যানজটের আশঙ্কা রয়েছে। ইতোমধ্যে এসব এলাকায় যানবাহন ধীরগতিতে চলতে দেখা গেছে।

অন্যদিকে নারায়ণগঞ্জ অংশের প্রায় ২২ কিলোমিটারজুড়ে ছয়টি গুরুত্বপূর্ণ পয়েন্টে যানজটের আশঙ্কা করা হচ্ছে। কাঁচপুর বাসস্ট্যান্ড, তারাবো বিশ্বরোডের গোল চত্বর, রূপসী বাসস্ট্যান্ড, বরপা, গার্মেন্টসের মোড় ও গাউছিয়া স্ট্যান্ডে যানজট পরিস্থিতি আরও খারাপ হতে পারে। এই এলাকাগুলোতে যত্রতত্র গাড়ি পার্কিং, যাত্রী ওঠা-নামার জন্য যানবাহন থামানো এবং মহাসড়কের ধীরগতির লেনে অবৈধ স্থাপনার কারণে যান চলাচলে সমস্যা তৈরি হচ্ছে।

পরিবহন সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, মহাসড়কের বিভিন্ন স্থানে অবৈধ দোকানপাট, অস্থায়ী সবজির হাট, অপরিকল্পিতভাবে গাড়ি পার্কিং এবং অবৈধ থ্রি-হুইলার চলাচলের কারণে যানজটের মাত্রা বাড়তে পারে। এছাড়া ঢাকা-সিলেট মহাসড়ককে ছয় লেনে উন্নীতকরণের কাজ চলমান থাকায় এ বছর যান চলাচলে আরও বিঘ্ন ঘটতে পারে।
নরসিংদীর সাতটি পয়েন্টে দুশ্চিন্তা

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ জানান, ‘আমরা ইতিমধ্যে তৎপর হয়েছি। টহল টিম বাড়ানো হয়েছে। নারায়ণগঞ্জ অংশে মানুষকে যানজটের ভোগান্তিতে পড়তে হবে না বলে আশাবাদী। পাশাপাশি সড়কের ওপর যেসব অবৈধ স্থাপন বসানো রয়েছে, সেগুলোর বিরুদ্ধে আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলাপ করেছি। সব উচ্ছেদ করা হবে। মহাসড়ক ক্লিয়ার রাখা হবে।’

নরসিংদীর পুলিশ সুপার আব্দুল হান্নান জানিয়েছেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে অতিরিক্ত জনবল মোতায়েন, অবৈধ দোকান উচ্ছেদসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। ইটাখোলা ও ভৈরব হাইওয়ে পুলিশ জানিয়েছে, যানজট নিরসন, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া মহাসড়কের থ্রি-হুইলার বন্ধে মাইকিংসহ কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। মহাসড়কে চলমান সংস্কার কাজের জন্য গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বিকল্প সড়কের উন্নয়নেও পদক্ষেপ নেওয়া হয়েছে।

 

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat বাংলাদেশ ডিপ্লোম্যাট

Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট | A Popular News Portal Of Bangladesh.
Popular Post

কনক্রিট হল ব্লক- বাড়ির শক্ত ভিতের জন্য সেরা পছন্দ

ঈদযাত্রায় ১৩ পয়েন্টে ভোগান্তির আশঙ্কা, বাড়ানো হয়েছে টহল টিম

Update Time : 11:01:43 am, Wednesday, 19 March 2025

আসন্ন ঈদযাত্রায় ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ ও নরসিংদীর ১৩টি গুরুত্বপূর্ণ পয়েন্টে যানজটের আশঙ্কা করা হচ্ছে। প্রতিবছর ঈদ উপলক্ষে এসব পয়েন্টে যানজট সৃষ্টি হয়, ফলে ঘরমুখো মানুষদের চরম দুর্ভোগে পড়তে হয়। এবারও একই চিত্র দেখা যেতে পারে বলে আশঙ্কা করছেন যাত্রী ও পরিবহন চালকরা। তবে হাইওয়ে পুলিশ জানিয়েছে, যানজট এড়াতে তারা অতিরিক্ত জনবল মোতায়েনসহ বিভিন্ন ব্যবস্থা নিয়েছে।

ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী অংশে ঈদযাত্রার সময় তুলনামূলক কম যানজট হয়। তবে এবার ছয়লেন প্রকল্পের কাজ চলমান থাকায় মাধবদী, পাঁচদোনা, ভেলানগর, ইটাখোলা, মরজাল, বারৈচা- এই পয়েন্টে যানজটের আশঙ্কা রয়েছে। ইতোমধ্যে এসব এলাকায় যানবাহন ধীরগতিতে চলতে দেখা গেছে।

অন্যদিকে নারায়ণগঞ্জ অংশের প্রায় ২২ কিলোমিটারজুড়ে ছয়টি গুরুত্বপূর্ণ পয়েন্টে যানজটের আশঙ্কা করা হচ্ছে। কাঁচপুর বাসস্ট্যান্ড, তারাবো বিশ্বরোডের গোল চত্বর, রূপসী বাসস্ট্যান্ড, বরপা, গার্মেন্টসের মোড় ও গাউছিয়া স্ট্যান্ডে যানজট পরিস্থিতি আরও খারাপ হতে পারে। এই এলাকাগুলোতে যত্রতত্র গাড়ি পার্কিং, যাত্রী ওঠা-নামার জন্য যানবাহন থামানো এবং মহাসড়কের ধীরগতির লেনে অবৈধ স্থাপনার কারণে যান চলাচলে সমস্যা তৈরি হচ্ছে।

পরিবহন সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, মহাসড়কের বিভিন্ন স্থানে অবৈধ দোকানপাট, অস্থায়ী সবজির হাট, অপরিকল্পিতভাবে গাড়ি পার্কিং এবং অবৈধ থ্রি-হুইলার চলাচলের কারণে যানজটের মাত্রা বাড়তে পারে। এছাড়া ঢাকা-সিলেট মহাসড়ককে ছয় লেনে উন্নীতকরণের কাজ চলমান থাকায় এ বছর যান চলাচলে আরও বিঘ্ন ঘটতে পারে।
নরসিংদীর সাতটি পয়েন্টে দুশ্চিন্তা

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ জানান, ‘আমরা ইতিমধ্যে তৎপর হয়েছি। টহল টিম বাড়ানো হয়েছে। নারায়ণগঞ্জ অংশে মানুষকে যানজটের ভোগান্তিতে পড়তে হবে না বলে আশাবাদী। পাশাপাশি সড়কের ওপর যেসব অবৈধ স্থাপন বসানো রয়েছে, সেগুলোর বিরুদ্ধে আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলাপ করেছি। সব উচ্ছেদ করা হবে। মহাসড়ক ক্লিয়ার রাখা হবে।’

নরসিংদীর পুলিশ সুপার আব্দুল হান্নান জানিয়েছেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে অতিরিক্ত জনবল মোতায়েন, অবৈধ দোকান উচ্ছেদসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। ইটাখোলা ও ভৈরব হাইওয়ে পুলিশ জানিয়েছে, যানজট নিরসন, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া মহাসড়কের থ্রি-হুইলার বন্ধে মাইকিংসহ কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। মহাসড়কে চলমান সংস্কার কাজের জন্য গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বিকল্প সড়কের উন্নয়নেও পদক্ষেপ নেওয়া হয়েছে।