11:13 am, Saturday, 18 January 2025

টিউলিপকে দুর্নীতিবাজ বললেন ইলন মাস্ক

  • Akram
  • Update Time : 09:27:00 pm, Thursday, 16 January 2025
  • 28

টিউলিপকে দুর্নীতিবাজ বললেন ইলন মাস্ক

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

যুক্তরাজ্যের লেবার পার্টির মন্ত্রী এবং বাংলাদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিক সমালোচনার মুখে পদত্যাগ করেছেন। তবে এই পদত্যাগের পর তাকে “দুর্নীতিবাজ” আখ্যা দিয়েছেন আলোচিত মার্কিন ধনকুবের ইলন মাস্ক।

স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এক প্রতিক্রিয়ায় ইলন মাস্ক এ মন্তব্য করেন। মারিও নাউফালের একটি টুইট শেয়ার করে ইলন লেখেন, “লেবার পার্টির শিশুকল্যাণ মন্ত্রী শিশু নিগ্রহকারীদের সুরক্ষা দেন, আর দুর্নীতিবিরোধী মন্ত্রী নিজেই দুর্নীতিগ্রস্ত।”

টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতিবিষয়ক মিনিস্টার (ইকোনমিক সেক্রেটারি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আর্থিক খাতে স্বচ্ছতা আনতে ও দুর্নীতি রোধে তার ওপর দায়িত্ব ছিল।

গত আগস্টে বাংলাদেশে গণ-অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর তার পরিবার এবং টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে। এ ঘটনায় যুক্তরাজ্যের রাজনৈতিক মহলে টিউলিপকে তার পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি জোরালো হয়।

চাপের মুখে থাকা টিউলিপ একপর্যায়ে যুক্তরাজ্যের সিটি মিনিস্টারের পদ থেকে পদত্যাগ করেন।

টিউলিপ সিদ্দিকের পদত্যাগ এবং তার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে যুক্তরাজ্যে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে। একই সঙ্গে ইলন মাস্কের বক্তব্য বিষয়টি আরও আলোচনায় নিয়ে এসেছে।

টিউলিপ সিদ্দিক এই অভিযোগ নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য না করলেও তার পদত্যাগের সিদ্ধান্ত পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Write Your Comment

About Author Information

Akram

টিউলিপকে দুর্নীতিবাজ বললেন ইলন মাস্ক

Update Time : 09:27:00 pm, Thursday, 16 January 2025

যুক্তরাজ্যের লেবার পার্টির মন্ত্রী এবং বাংলাদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিক সমালোচনার মুখে পদত্যাগ করেছেন। তবে এই পদত্যাগের পর তাকে “দুর্নীতিবাজ” আখ্যা দিয়েছেন আলোচিত মার্কিন ধনকুবের ইলন মাস্ক।

স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এক প্রতিক্রিয়ায় ইলন মাস্ক এ মন্তব্য করেন। মারিও নাউফালের একটি টুইট শেয়ার করে ইলন লেখেন, “লেবার পার্টির শিশুকল্যাণ মন্ত্রী শিশু নিগ্রহকারীদের সুরক্ষা দেন, আর দুর্নীতিবিরোধী মন্ত্রী নিজেই দুর্নীতিগ্রস্ত।”

টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতিবিষয়ক মিনিস্টার (ইকোনমিক সেক্রেটারি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আর্থিক খাতে স্বচ্ছতা আনতে ও দুর্নীতি রোধে তার ওপর দায়িত্ব ছিল।

গত আগস্টে বাংলাদেশে গণ-অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর তার পরিবার এবং টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে। এ ঘটনায় যুক্তরাজ্যের রাজনৈতিক মহলে টিউলিপকে তার পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি জোরালো হয়।

চাপের মুখে থাকা টিউলিপ একপর্যায়ে যুক্তরাজ্যের সিটি মিনিস্টারের পদ থেকে পদত্যাগ করেন।

টিউলিপ সিদ্দিকের পদত্যাগ এবং তার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে যুক্তরাজ্যে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে। একই সঙ্গে ইলন মাস্কের বক্তব্য বিষয়টি আরও আলোচনায় নিয়ে এসেছে।

টিউলিপ সিদ্দিক এই অভিযোগ নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য না করলেও তার পদত্যাগের সিদ্ধান্ত পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।