দীর্ঘ সময় পর আবারও আলোচনায় এসেছে বাংলাদেশের দহগ্রাম-আঙ্গরপোতা ছিটমহল। সম্প্রতি বাংলাদেশ-ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া স্থাপনকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছিল। এবার নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যখন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে বাংলাদেশের সীমান্তের কাঁটাতারে কাচের বোতল ও মদের বোতল ঝুলিয়ে দেয়।
১৫ জানুয়ারি, বুধবার, লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের সরকারপাড়া সীমান্তে এই ঘটনা ঘটে। সেখানে ভারতীয় বিএসএফ সদস্যরা কাঁটাতারের বেড়ায় প্রায় এক কিলোমিটার এলাকায় কাচের বোতল ঝুলিয়ে দেয়, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। তাদের দাবি, এসব বোতলে কী রাখা আছে, তা নিয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে।
এই ঘটনা ঘটানোর পর স্থানীয়রা বিজিবিকে খবর দিলে, দহগ্রাম আঙ্গরপোতা ক্যাম্পের বিজিবি সদস্যরা ঘটনাস্থলে এসে বিএসএফকে বোতল ঝুলানোর জন্য নিষেধ করেন, কিন্তু তারা তা উপেক্ষা করে কাজে সম্পন্ন করে চলে যায়।
দহগ্রাম ইউনিয়নের কৃষক জমশের আলী বলেন, কাঁটাতারের বেড়া স্থাপন হওয়ায় তাদের কৃষিকাজে সমস্যা হচ্ছে এবং বিএসএফের টহল বাড়ানো হয়েছে। তিনি সরকারের কাছে তিনটি বিজিবি ক্যাম্প স্থাপন এবং টহল বাড়ানোর দাবি জানান।
এদিকে, ৫১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সেলিম আলদীন বলেন, এটি নতুন কোনো স্থাপনা নয়, বিএসএফ ওই বেড়াটির প্রটেকশন বাড়ানোর জন্য বোতল ঝুলিয়েছে। তাদের দাবি, এতে কোনো নিরাপত্তা সমস্যা নেই, কারণ এটি রাতের আঁধারে বেড়া সরানোর ক্ষেত্রে প্রটেকশন হিসেবে ব্যবহার করা হচ্ছে।