8:48 pm, Wednesday, 15 January 2025

হত্যাচেষ্টা মামলায় ফের রিমান্ডে সালমান ও পলক

  • Akram
  • Update Time : 05:24:43 pm, Wednesday, 15 January 2025
  • 17

হত্যাচেষ্টা মামলায় ফের রিমান্ডে সালমান ও পলক

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ঢাকা কলেজের শিক্ষার্থী মো. শামীমকে হত্যাচেষ্টার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রীর শিল্প ও বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে চলমান মামলায় তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৫ জানুয়ারি) সকালে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মো. ওমর ফারুক রিমান্ডের জন্য আবেদন জানান।

আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন, তবে রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে জোর দাবি জানান। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ জামিন আবেদন নামঞ্জুর করে প্রত্যেকের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পালানোর সময় সালমান এফ রহমানকে রাজধানীর সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এর পরদিন ১৪ আগস্ট রাজধানীর খিলক্ষেত থানা এলাকার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা জুনায়েদ আহমেদ পলককে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

মামলার তদন্তে জানা যায়, গত বছরের ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকা কলেজের সামনে ছাত্ররা শান্তিপূর্ণ মিছিল করছিল। ওই সময় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা গুলিসহ হামলা চালায়, এতে আহত হন মো. শামীম। আহত শামীম পরে চিকিৎসা নেন এবং গত বছরের ২৮ নভেম্বর নিউমার্কেট থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

Write Your Comment

About Author Information

Akram

কনক্রিট হল ব্লক- বাড়ির শক্ত ভিতের জন্য সেরা পছন্দ

হত্যাচেষ্টা মামলায় ফের রিমান্ডে সালমান ও পলক

Update Time : 05:24:43 pm, Wednesday, 15 January 2025

ঢাকা কলেজের শিক্ষার্থী মো. শামীমকে হত্যাচেষ্টার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রীর শিল্প ও বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে চলমান মামলায় তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৫ জানুয়ারি) সকালে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মো. ওমর ফারুক রিমান্ডের জন্য আবেদন জানান।

আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন, তবে রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে জোর দাবি জানান। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ জামিন আবেদন নামঞ্জুর করে প্রত্যেকের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পালানোর সময় সালমান এফ রহমানকে রাজধানীর সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এর পরদিন ১৪ আগস্ট রাজধানীর খিলক্ষেত থানা এলাকার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা জুনায়েদ আহমেদ পলককে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

মামলার তদন্তে জানা যায়, গত বছরের ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকা কলেজের সামনে ছাত্ররা শান্তিপূর্ণ মিছিল করছিল। ওই সময় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা গুলিসহ হামলা চালায়, এতে আহত হন মো. শামীম। আহত শামীম পরে চিকিৎসা নেন এবং গত বছরের ২৮ নভেম্বর নিউমার্কেট থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।