1:35 am, Monday, 13 January 2025

বৈষম্যবিরোধী শিক্ষার্থী ও নাগরিক কমিটির মধ্যে হাতাহাতি

  • Akram
  • Update Time : 08:54:13 pm, Sunday, 12 January 2025
  • 18

বৈষম্যবিরোধী শিক্ষার্থী ও নাগরিক কমিটির মধ্যে হাতাহাতি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

পিরোজপুরে লিফলেট বিতরণ নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। রোববার (১২ জানুয়ারি) দুপুরে পিরোজপুর টাউন ক্লাব মাঠে লিফলেট বিতরণের পর এ ঘটনা ঘটে।

কেন্দ্রীয় নির্দেশনা অনুসারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ নিয়ে লিফলেট বিতরণ ও জনসংযোগ করার সিদ্ধান্ত নেয় এবং সেই অনুযায়ী দেশব্যাপী কর্মসূচি পরিচালনা করে।

পিরোজপুরে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে শাহনেওয়াজ অভি, রোদায়ান রিয়াদ, এমরান আহমেদ, আসমা আক্তার মিতু এবং জামান ইসলামের নেতৃত্বে একটি দল শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে লিফলেট বিতরণ শুরু করে। তারা বিভিন্ন দোকান এবং পথচারীদের মাঝে লিফলেট বিলিয়ে দেন।

অন্যদিকে, জাতীয় নাগরিক কমিটির সদস্যরা দুপুর ১২টার দিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি মিছিল বের করে টাউন ক্লাব মাঠে গিয়ে লিফলেট বিতরণ এবং সমাবেশ করেন।

কিন্তু, লিফলেট বিতরণ শেষে টাউন ক্লাব মাঠে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয় এবং তর্ক-বিতর্কের পর হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পিরোজপুর প্রতিনিধি শাহনেওয়াজ অভি অভিযোগ করেন, জাতীয় নাগরিক কমিটি তাদের লিফলেট বিতরণের সময় ৪০০টি লিফলেট দেয়, বাকী লিফলেট তাদের নিজেদের কাছে রেখে দেয়। এছাড়া, তারা দাবি করেন, নাগরিক কমিটি ছাত্রলীগের নেতাকর্মীদের আশ্রয় দিয়েছে এবং আন্দোলনের মূল নেতা-কর্মীদের বাদ দিয়ে নিজেদের মতো করে কমিটি ঘোষণা করেছে।

এদিকে, জাতীয় নাগরিক কমিটির পিরোজপুর জেলা সংগঠক মুসাব্বির মাহমুদ সানি অভিযোগ অস্বীকার করে বলেন, কিছু লোক তাদের কার্যক্রম ব্যাহত করার চেষ্টা করছে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান জানান, লিফলেট বিতরণের পর দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়, তবে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Write Your Comment

About Author Information

Akram

কনক্রিট হল ব্লক- বাড়ির শক্ত ভিতের জন্য সেরা পছন্দ

বিডিআর হত্যাকাণ্ডের বিচার হবে কেরানীগঞ্জের অস্থায়ী আদালতে

বৈষম্যবিরোধী শিক্ষার্থী ও নাগরিক কমিটির মধ্যে হাতাহাতি

Update Time : 08:54:13 pm, Sunday, 12 January 2025

পিরোজপুরে লিফলেট বিতরণ নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। রোববার (১২ জানুয়ারি) দুপুরে পিরোজপুর টাউন ক্লাব মাঠে লিফলেট বিতরণের পর এ ঘটনা ঘটে।

কেন্দ্রীয় নির্দেশনা অনুসারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ নিয়ে লিফলেট বিতরণ ও জনসংযোগ করার সিদ্ধান্ত নেয় এবং সেই অনুযায়ী দেশব্যাপী কর্মসূচি পরিচালনা করে।

পিরোজপুরে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে শাহনেওয়াজ অভি, রোদায়ান রিয়াদ, এমরান আহমেদ, আসমা আক্তার মিতু এবং জামান ইসলামের নেতৃত্বে একটি দল শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে লিফলেট বিতরণ শুরু করে। তারা বিভিন্ন দোকান এবং পথচারীদের মাঝে লিফলেট বিলিয়ে দেন।

অন্যদিকে, জাতীয় নাগরিক কমিটির সদস্যরা দুপুর ১২টার দিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি মিছিল বের করে টাউন ক্লাব মাঠে গিয়ে লিফলেট বিতরণ এবং সমাবেশ করেন।

কিন্তু, লিফলেট বিতরণ শেষে টাউন ক্লাব মাঠে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয় এবং তর্ক-বিতর্কের পর হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পিরোজপুর প্রতিনিধি শাহনেওয়াজ অভি অভিযোগ করেন, জাতীয় নাগরিক কমিটি তাদের লিফলেট বিতরণের সময় ৪০০টি লিফলেট দেয়, বাকী লিফলেট তাদের নিজেদের কাছে রেখে দেয়। এছাড়া, তারা দাবি করেন, নাগরিক কমিটি ছাত্রলীগের নেতাকর্মীদের আশ্রয় দিয়েছে এবং আন্দোলনের মূল নেতা-কর্মীদের বাদ দিয়ে নিজেদের মতো করে কমিটি ঘোষণা করেছে।

এদিকে, জাতীয় নাগরিক কমিটির পিরোজপুর জেলা সংগঠক মুসাব্বির মাহমুদ সানি অভিযোগ অস্বীকার করে বলেন, কিছু লোক তাদের কার্যক্রম ব্যাহত করার চেষ্টা করছে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান জানান, লিফলেট বিতরণের পর দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়, তবে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।