8:05 am, Sunday, 12 January 2025

ভারতে চার বাংলাদেশি নাগরিক গ্রেফতার

  • Akram
  • Update Time : 10:06:01 pm, Saturday, 11 January 2025
  • 20

ভারতে চার বাংলাদেশি নাগরিক গ্রেফতার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য ত্রিপুরা পুলিশ রাজ্যের খোওয়াই জেলা থেকে চার বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। বৈধ নথিপত্র ছাড়া দেশটিতে প্রবেশের অভিযোগে ওই বাংলাদেশিদের গ্রেফতার করেছে।

শনিবার (১১ জানুয়ারি) ভারতের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজ্যের তেলিয়ামুড়া রেলওয়ে স্টেশনের কাছ থেকে চার বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় বাংলাদেশিদের ভারতে প্রবেশে সহায়তার অভিযোগে ভারতীয় এক দালালকেও গ্রেফতার করা হয়েছে।

খোওয়াই জেলা পুলিশের উপ-পরিদর্শক কমলেন্দু ধর পিটিআইকে বলেছেন, প্রাথমিক তদন্তে গ্রেপ্তারকৃতরা বাংলাদেশের মৌলভীবাজার বাসিন্দা বলে জানিয়েছেন। কাজের সন্ধানে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে যাওয়ার পরিকল্পনা করেছিলেন তারা। বৈধ কাগজপত্র ছাড়াই ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করায় ওই চার বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতাকৃত বাংলাদেশিরা হলেন, মঈনুদ্দিন মিয়া, রিমন মিয়া, রহিম আহমেদ ও সুমন মিয়া।

পুলিশের ওই কর্মকর্তা বলেন, খোওয়াই জেলার ধর্মনগরের আমির উদ্দিন নামের এক ভারতীয় নাগরিক বাংলাদেশিদের সঙ্গে ছিলেন। অনুপ্রবেশকারীদের সহায়তার অভিযোগে তাকেও গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, সবাইকে শনিবার স্থানীয় আদালতে হাজির করা হয় এবং জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তিন দিনের রিমান্ড চেয়েছে। এই ঘটনায় বিস্তারিত তদন্ত চলছে বলে জানিয়েছেন উপ-পরিদর্শক কমলেন্দু ধর। সূত্র: পিটিআই

Write Your Comment

About Author Information

Akram

ভারতে চার বাংলাদেশি নাগরিক গ্রেফতার

Update Time : 10:06:01 pm, Saturday, 11 January 2025

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য ত্রিপুরা পুলিশ রাজ্যের খোওয়াই জেলা থেকে চার বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। বৈধ নথিপত্র ছাড়া দেশটিতে প্রবেশের অভিযোগে ওই বাংলাদেশিদের গ্রেফতার করেছে।

শনিবার (১১ জানুয়ারি) ভারতের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজ্যের তেলিয়ামুড়া রেলওয়ে স্টেশনের কাছ থেকে চার বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় বাংলাদেশিদের ভারতে প্রবেশে সহায়তার অভিযোগে ভারতীয় এক দালালকেও গ্রেফতার করা হয়েছে।

খোওয়াই জেলা পুলিশের উপ-পরিদর্শক কমলেন্দু ধর পিটিআইকে বলেছেন, প্রাথমিক তদন্তে গ্রেপ্তারকৃতরা বাংলাদেশের মৌলভীবাজার বাসিন্দা বলে জানিয়েছেন। কাজের সন্ধানে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে যাওয়ার পরিকল্পনা করেছিলেন তারা। বৈধ কাগজপত্র ছাড়াই ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করায় ওই চার বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতাকৃত বাংলাদেশিরা হলেন, মঈনুদ্দিন মিয়া, রিমন মিয়া, রহিম আহমেদ ও সুমন মিয়া।

পুলিশের ওই কর্মকর্তা বলেন, খোওয়াই জেলার ধর্মনগরের আমির উদ্দিন নামের এক ভারতীয় নাগরিক বাংলাদেশিদের সঙ্গে ছিলেন। অনুপ্রবেশকারীদের সহায়তার অভিযোগে তাকেও গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, সবাইকে শনিবার স্থানীয় আদালতে হাজির করা হয় এবং জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তিন দিনের রিমান্ড চেয়েছে। এই ঘটনায় বিস্তারিত তদন্ত চলছে বলে জানিয়েছেন উপ-পরিদর্শক কমলেন্দু ধর। সূত্র: পিটিআই