2:41 am, Sunday, 12 January 2025

একদিন সারা বিশ্বের মানুষ ভারতের ভিসার জন্য লাইনে দাঁড়াবে: মোদি

  • Akram
  • Update Time : 05:56:08 pm, Saturday, 11 January 2025
  • 24

একদিন সারা বিশ্বের মানুষ ভারতের ভিসার জন্য লাইনে দাঁড়াবে: মোদি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, এমন দিন আসবে, যখন সারা বিশ্বের মানুষ ভারতের ভিসার জন্য লাইনে দাঁড়াবে। শুক্রবার (১০ জানুয়ারি) ভারতীয় সাংবাদিক নিখিল কামাথের চ্যানেল ‘জেরোধার’–এ প্রচারিত একটি পডকাস্টে মোদি এমন কথা বলেন।

ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন,‘যুক্তরাষ্ট্র ২০০৫ সালে আমাকে ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছিল। তখনই সংবাদ সম্মেলন করে বলেছিলাম, একদিন সারা বিশ্ব ভারতীয় ভিসার জন্য লাইনে দাঁড়াবে। আমি ২০০৫ সালে এই কথা বলেছিলাম। এখন ২০২৫ আমি দেখতে পাচ্ছি, এখন সময়টা ভারতের… আমি প্রকাশ্যে বলতাম, তোমরা (প্রবাসী ভারতীয়রা) ভারতে ফিরে না এলে আফসোস করবে, পৃথিবী বদলে যাচ্ছে।’

প্রসঙ্গত, ২০০২ সালে গুজরাটে দাঙ্গা বন্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় যুক্তরাষ্ট্র ২০০৫ সালে মোদির ভিসা বাতিল করে দেয়।দীর্ঘ ৯ বছর তাকে আর ভিসা দেয়নি ওয়াশিংটন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ২০০২ সালে গুজরাটের ওই সাম্প্রদায়িক দাঙ্গায় এক হাজারের বেশি মানুষ নিহত হন। নিহতদের বেশিরভাগই ছিলেন সংখ্যালঘু মুসলিম। সে সময় রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদি। তার বিরুদ্ধে অভিযোগ ছিল এই দাঙ্গা ঠেকাতে তিনি কোনও ব্যবস্থা নেননি। সেই অভিযোগে ২০০৫ সালে মোদির ভিসা বাতিল করে দেয় যুক্তরাষ্ট্র।

তবে ২০১৪ সালে ভারতের নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে মোদি ক্ষমতায় আসার পর পরিস্থিতি পাল্টে যায়। তিনি ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলে তাকে পুনরায় ভিসা দেওয়া হয়। ভারতের সরকারপ্রধান হিসেবে তাকে যুক্তরাষ্ট্রের এ-ওয়ান ভিসা দেওয়া হয়।

Write Your Comment

About Author Information

Akram

একদিন সারা বিশ্বের মানুষ ভারতের ভিসার জন্য লাইনে দাঁড়াবে: মোদি

Update Time : 05:56:08 pm, Saturday, 11 January 2025

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, এমন দিন আসবে, যখন সারা বিশ্বের মানুষ ভারতের ভিসার জন্য লাইনে দাঁড়াবে। শুক্রবার (১০ জানুয়ারি) ভারতীয় সাংবাদিক নিখিল কামাথের চ্যানেল ‘জেরোধার’–এ প্রচারিত একটি পডকাস্টে মোদি এমন কথা বলেন।

ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন,‘যুক্তরাষ্ট্র ২০০৫ সালে আমাকে ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছিল। তখনই সংবাদ সম্মেলন করে বলেছিলাম, একদিন সারা বিশ্ব ভারতীয় ভিসার জন্য লাইনে দাঁড়াবে। আমি ২০০৫ সালে এই কথা বলেছিলাম। এখন ২০২৫ আমি দেখতে পাচ্ছি, এখন সময়টা ভারতের… আমি প্রকাশ্যে বলতাম, তোমরা (প্রবাসী ভারতীয়রা) ভারতে ফিরে না এলে আফসোস করবে, পৃথিবী বদলে যাচ্ছে।’

প্রসঙ্গত, ২০০২ সালে গুজরাটে দাঙ্গা বন্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় যুক্তরাষ্ট্র ২০০৫ সালে মোদির ভিসা বাতিল করে দেয়।দীর্ঘ ৯ বছর তাকে আর ভিসা দেয়নি ওয়াশিংটন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ২০০২ সালে গুজরাটের ওই সাম্প্রদায়িক দাঙ্গায় এক হাজারের বেশি মানুষ নিহত হন। নিহতদের বেশিরভাগই ছিলেন সংখ্যালঘু মুসলিম। সে সময় রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদি। তার বিরুদ্ধে অভিযোগ ছিল এই দাঙ্গা ঠেকাতে তিনি কোনও ব্যবস্থা নেননি। সেই অভিযোগে ২০০৫ সালে মোদির ভিসা বাতিল করে দেয় যুক্তরাষ্ট্র।

তবে ২০১৪ সালে ভারতের নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে মোদি ক্ষমতায় আসার পর পরিস্থিতি পাল্টে যায়। তিনি ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলে তাকে পুনরায় ভিসা দেওয়া হয়। ভারতের সরকারপ্রধান হিসেবে তাকে যুক্তরাষ্ট্রের এ-ওয়ান ভিসা দেওয়া হয়।