8:53 pm, Saturday, 11 January 2025

মেঘনায় বাল্কহেড-স্পিডবোট সংঘর্ষে নিহত ২, নিখোঁজ একাধিক

  • Akram
  • Update Time : 11:36:12 am, Saturday, 11 January 2025
  • 22

মেঘনায় বাল্কহেড-স্পিডবোট সংঘর্ষে নিহত ২, নিখোঁজ একাধিক

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় মেঘনা নদীতে বাল্কহেডের সঙ্গে একটি স্পিডবোটের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে গজারিয়ার গুয়াগাছিয়া ইউনিয়নের কালীপুরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

গজারিয়া নৌপুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক মো. আলামিন জানান, অন্ধকারের সুযোগ নিয়ে একটি দ্রুতগতির স্পিডবোট নোঙর করা বাল্কহেডে ধাক্কা দেয়, যার ফলে এই মর্মান্তিক সংঘর্ষ ঘটে। নিহতদের মধ্যে ৩৫ বছর বয়সী অদুদ বেপারী এবং ৩০ বছর বয়সী নাঈম রয়েছেন। তারা দুজনই গজারিয়ার গুয়াগাছিয়া এলাকার বাসিন্দা। এ ঘটনায় এখনও কয়েকজন নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে।

তবে কতজন আহত হয়েছে তা এখনো জানা যায়নি। স্পিডবোটে ১০-১২ জনের মতো লোক ছিল বলে শুনেছেন সহকারী উপপরিদর্শক মো. আলামিন।

গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সায়মা আক্তার বলেন, হাসপাতালে তিনজনকে আনা হয়েছিল। তাদের মধ্যে দুজনকে মৃত অবস্থায় আনা হয়। অন্যজন গুরুতর আহত। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলম আজাদ বলেন, নিহত দুজনের মরদেহ গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশার কারণে নৌযানের একটি অন্যটিকে দেখতে পায়নি।। তবে কীভাবে এ দুর্ঘটনা ঘটলো এ ব্যাপারে এখনো বিস্তারিত তদন্ত চলছে।

Write Your Comment

About Author Information

Akram

কনক্রিট হল ব্লক- বাড়ির শক্ত ভিতের জন্য সেরা পছন্দ

মেঘনায় বাল্কহেড-স্পিডবোট সংঘর্ষে নিহত ২, নিখোঁজ একাধিক

Update Time : 11:36:12 am, Saturday, 11 January 2025

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় মেঘনা নদীতে বাল্কহেডের সঙ্গে একটি স্পিডবোটের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে গজারিয়ার গুয়াগাছিয়া ইউনিয়নের কালীপুরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

গজারিয়া নৌপুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক মো. আলামিন জানান, অন্ধকারের সুযোগ নিয়ে একটি দ্রুতগতির স্পিডবোট নোঙর করা বাল্কহেডে ধাক্কা দেয়, যার ফলে এই মর্মান্তিক সংঘর্ষ ঘটে। নিহতদের মধ্যে ৩৫ বছর বয়সী অদুদ বেপারী এবং ৩০ বছর বয়সী নাঈম রয়েছেন। তারা দুজনই গজারিয়ার গুয়াগাছিয়া এলাকার বাসিন্দা। এ ঘটনায় এখনও কয়েকজন নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে।

তবে কতজন আহত হয়েছে তা এখনো জানা যায়নি। স্পিডবোটে ১০-১২ জনের মতো লোক ছিল বলে শুনেছেন সহকারী উপপরিদর্শক মো. আলামিন।

গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সায়মা আক্তার বলেন, হাসপাতালে তিনজনকে আনা হয়েছিল। তাদের মধ্যে দুজনকে মৃত অবস্থায় আনা হয়। অন্যজন গুরুতর আহত। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলম আজাদ বলেন, নিহত দুজনের মরদেহ গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশার কারণে নৌযানের একটি অন্যটিকে দেখতে পায়নি।। তবে কীভাবে এ দুর্ঘটনা ঘটলো এ ব্যাপারে এখনো বিস্তারিত তদন্ত চলছে।