সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ফটোকার্ডে দাবী করা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম বলেছেন, “ইলিয়াসকে উপদেষ্টা বানালে কেউ দালালি করার সুযোগ পেত না।” তবে, রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা গেছে, এই দাবিটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন।
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে পরিষ্কার হয়েছে, “ইলিয়াসকে উপদেষ্টা বানালে কেউ দালালি করার সুযোগ পেত না”—এমন কোন মন্তব্য সারজিস আলম করেননি। মূলত নির্ভরযোগ্য তথ্য-প্রমাণ ছাড়া এই দাবিটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে আরও তদন্ত করলে দেখা যায়, দাবিতে প্রচারিত পোস্টগুলোর মধ্যে কোনো নির্ভরযোগ্য তথ্য বা প্রমাণ উল্লেখ করা হয়নি। ফটোকার্ডটিতে কোনো গণমাধ্যমের নাম বা লোগোও নেই, যা এই দাবির বৈধতা প্রশ্নবিদ্ধ করে। সাধারণত কোনো গণমাধ্যম তার প্রকাশিত ফটোকার্ডে নাম বা লোগো ব্যবহার করে, তবে এখানে তা নেই।
আরো অনুসন্ধান করা হলে, সারজিস আলমের ফেসবুক অ্যাকাউন্টে এই দাবি সংক্রান্ত কোনো পোস্ট পাওয়া যায়নি। সারজিস আলম নিজের ফেসবুক আইডি থেকে নিয়মিত তথ্য ও মতামত প্রকাশ করলেও, এই নির্দিষ্ট দাবিটি তিনি কখনো উল্লেখ করেননি।
এছাড়া, সারজিস আলম গত ১৬ নভেম্বর চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীকে উপদেষ্টা হিসেবে নিয়োগের সমালোচনা করেছিলেন, তবে সেখানে ইলিয়াস হোসেনের বিষয়ে কোনো মন্তব্য করেননি। একইভাবে, ২৬ ডিসেম্বর একটি পোস্টে তিনি অন্তর্বর্তী সরকারের তরুণ উপদেষ্টাদের বিপ্লবী ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছিলেন, কিন্তু ওই পোস্টে ইলিয়াসের নামও উল্লেখ করা হয়নি।
অতএব, “ইলিয়াসকে উপদেষ্টা বানালে কেউ দালালি করার সুযোগ পেত না”—এমন মন্তব্য সারজিস আলম করেছেন বলে যে দাবী প্রচার করা হয়েছে, তা সম্পূর্ণভাবে মিথ্যা এবং ভিত্তিহীন।