1:43 pm, Friday, 10 January 2025

রাখাইনে জান্তাবাহিনীর বিমান হামলায় ৪০ জন নিহত

  • Akram
  • Update Time : 10:22:46 pm, Thursday, 9 January 2025
  • 24

রাখাইনে জান্তাবাহিনীর বিমান হামলায় ৪০ জন নিহত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

মিয়ানমারের রাখাইন রাজ্যের বিদ্রোহী নিয়ন্ত্রিত কিয়াউক নি মাও গ্রামে দেশটির সেনাবাহিনীর ভয়াবহ বিমান হামলায় অন্তত ৪০ জন বেসামরিক নাগরিক নিহত এবং ২০ জন আহত হয়েছেন। স্থানীয় দাতব্য সংস্থা এবং বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) বরাতে এ তথ্য জানিয়েছে এএফপি।

বুধবার (৮ জানুয়ারি) দুপুর ১টা ২০ মিনিটে রামরি দ্বীপের এই গ্রামে সেনাবাহিনী যুদ্ধবিমান থেকে বোমা হামলা চালায়। আরাকান আর্মির মুখপাত্র খাইং থুখা জানান, এ হামলায় ৫০০-এর বেশি বাড়িঘর পুড়ে গেছে। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। তিনি বলেন, “নিহতরা সবাই বেসামরিক নাগরিক। কেন গ্রামটি লক্ষ্যবস্তু করা হল, তা স্পষ্ট নয়।”

স্থানীয় দাতব্য সংস্থাগুলো এবং স্বাধীন গণমাধ্যমও এ হামলা ও হতাহতের খবর নিশ্চিত করেছে।

২০২১ সালে সামরিক শাসন জারির পর থেকে মিয়ানমারে জান্তাবিরোধী বিদ্রোহ তীব্র আকার ধারণ করে। থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্সের অন্যতম সদস্য আরাকান আর্মি রাখাইনের অধিকাংশ এলাকা এবং বাংলাদেশের সীমান্তের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। ২০২৩ সালের অক্টোবরে জান্তা বাহিনীর বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়ে উল্লেখযোগ্য সাফল্য পায় গোষ্ঠীটি।

রাখাইন, যা পূর্বে আরাকান নামে পরিচিত, দীর্ঘদিন ধরেই সামরিক ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর সংঘর্ষের কেন্দ্রবিন্দু। ২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর নৃশংস অভিযানে ৭ লাখ ৪০ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়। আরাকান আর্মি এখন এ অঞ্চলকে স্বাধীন রাষ্ট্রে পরিণত করতে চায়।

সাম্প্রতিক এ হামলা জান্তা বাহিনীর হারানো নিয়ন্ত্রণ পুনরুদ্ধারে তাদের বিমান হামলা জোরদারের অংশ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Write Your Comment

About Author Information

Akram

রাখাইনে জান্তাবাহিনীর বিমান হামলায় ৪০ জন নিহত

Update Time : 10:22:46 pm, Thursday, 9 January 2025

মিয়ানমারের রাখাইন রাজ্যের বিদ্রোহী নিয়ন্ত্রিত কিয়াউক নি মাও গ্রামে দেশটির সেনাবাহিনীর ভয়াবহ বিমান হামলায় অন্তত ৪০ জন বেসামরিক নাগরিক নিহত এবং ২০ জন আহত হয়েছেন। স্থানীয় দাতব্য সংস্থা এবং বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) বরাতে এ তথ্য জানিয়েছে এএফপি।

বুধবার (৮ জানুয়ারি) দুপুর ১টা ২০ মিনিটে রামরি দ্বীপের এই গ্রামে সেনাবাহিনী যুদ্ধবিমান থেকে বোমা হামলা চালায়। আরাকান আর্মির মুখপাত্র খাইং থুখা জানান, এ হামলায় ৫০০-এর বেশি বাড়িঘর পুড়ে গেছে। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। তিনি বলেন, “নিহতরা সবাই বেসামরিক নাগরিক। কেন গ্রামটি লক্ষ্যবস্তু করা হল, তা স্পষ্ট নয়।”

স্থানীয় দাতব্য সংস্থাগুলো এবং স্বাধীন গণমাধ্যমও এ হামলা ও হতাহতের খবর নিশ্চিত করেছে।

২০২১ সালে সামরিক শাসন জারির পর থেকে মিয়ানমারে জান্তাবিরোধী বিদ্রোহ তীব্র আকার ধারণ করে। থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্সের অন্যতম সদস্য আরাকান আর্মি রাখাইনের অধিকাংশ এলাকা এবং বাংলাদেশের সীমান্তের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। ২০২৩ সালের অক্টোবরে জান্তা বাহিনীর বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়ে উল্লেখযোগ্য সাফল্য পায় গোষ্ঠীটি।

রাখাইন, যা পূর্বে আরাকান নামে পরিচিত, দীর্ঘদিন ধরেই সামরিক ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর সংঘর্ষের কেন্দ্রবিন্দু। ২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর নৃশংস অভিযানে ৭ লাখ ৪০ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়। আরাকান আর্মি এখন এ অঞ্চলকে স্বাধীন রাষ্ট্রে পরিণত করতে চায়।

সাম্প্রতিক এ হামলা জান্তা বাহিনীর হারানো নিয়ন্ত্রণ পুনরুদ্ধারে তাদের বিমান হামলা জোরদারের অংশ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।