হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাসিন্দা জহুর আলী (৬০) এর মরদেহ মৃত্যুর দুই দিন পর ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশে ফেরত দিয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় চুনারুঘাট বাল্লা সীমান্ত দিয়ে মরদেহটি বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বিজিবি ও বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ভারতীয় পুলিশ মরদেহটি বাংলাদেশের কাছে হস্তান্তর করে। নিহত জহুর আলী চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের পশ্চিম ডুলনা গ্রামের মুনছব উল্যার ছেলে।
জানা যায়, গত ৪ জানুয়ারি পাঁচ দিনের ছুটিতে নিজ গ্রামে আসেন জহুর আলী। পরদিন ৫ জানুয়ারি সন্ধ্যায় লুঙ্গি বিক্রির জন্য বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরিবার তাকে অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি।
৭ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক থেকে পরিবারের সদস্যরা জানতে পারেন, ভারতের সীমান্তবর্তী গৌড় নগর এলাকায় একটি মরদেহ উদ্ধার করেছে ভারতীয় পুলিশ। খোয়াই থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খোয়াই টাউন সরকারি হাসপাতালের মর্গে পাঠায়।
চুনারুঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. শফিকুল ইসলাম জানান, বিএসএফ ও বিজিবির উপস্থিতিতে খোয়াই থানার উপপরিদর্শক শুভঙ্কর দেব বর্মা মরদেহটি বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করেন। ভারতীয় পুলিশের বরাত দিয়ে তিনি আরও জানান, নিহতের শরীরে গুরুতর কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। বিস্তারিত জানতে ময়নাতদন্তের প্রতিবেদন অপেক্ষা করা হচ্ছে।
মরদেহ হস্তান্তরের সময় সীমান্তে দুই দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।