6:33 pm, Friday, 5 September 2025

সাভারে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে বিস্ফোরণ, নিহত ৪

সাভারে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে বিস্ফোরণ, নিহত ৪

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সাভারে বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণের ফলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চারজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সাভার ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার রুবেল জানান, রাত ২টার দিকে অ্যাম্বুলেন্স এবং দুইটি বাসের মধ্যে সংঘর্ষের পর আগুনের ঘটনা ঘটে। সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে।

সাভার ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ম্যানেজার মেহেরুল জানান, রাত ২:৫০ নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণের কারণে আগুন ছড়িয়ে পড়ায়, অ্যাম্বুলেন্সে থাকা চারজন অগ্নিদগ্ধ হয়ে মারা যান।

শুরুতে ঢাকামুখী লেনে অ্যাম্বুলেন্সের সঙ্গে বাসের সংঘর্ষ ঘটে, যার ফলে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণ ঘটে এবং বাসে আগুন লাগে। পরবর্তীতে ওই বাসের পেছনে থাকা আরেকটি বাসেও আগুন ছড়িয়ে পড়ে।

সাভার হাইওয়ে থানার ইনচার্জ সওগাতুল আলম জানিয়েছেন, “প্রাথমিকভাবে আমরা জানি যে, অ্যাম্বুলেন্সে থাকা চারজনের মৃত্যু হয়েছে, তবে আরও বিস্তারিত জানার চেষ্টা চলছে।”

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

সাভারে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে বিস্ফোরণ, নিহত ৪

Update Time : 08:59:12 am, Thursday, 9 January 2025

সাভারে বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণের ফলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চারজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সাভার ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার রুবেল জানান, রাত ২টার দিকে অ্যাম্বুলেন্স এবং দুইটি বাসের মধ্যে সংঘর্ষের পর আগুনের ঘটনা ঘটে। সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে।

সাভার ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ম্যানেজার মেহেরুল জানান, রাত ২:৫০ নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণের কারণে আগুন ছড়িয়ে পড়ায়, অ্যাম্বুলেন্সে থাকা চারজন অগ্নিদগ্ধ হয়ে মারা যান।

শুরুতে ঢাকামুখী লেনে অ্যাম্বুলেন্সের সঙ্গে বাসের সংঘর্ষ ঘটে, যার ফলে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণ ঘটে এবং বাসে আগুন লাগে। পরবর্তীতে ওই বাসের পেছনে থাকা আরেকটি বাসেও আগুন ছড়িয়ে পড়ে।

সাভার হাইওয়ে থানার ইনচার্জ সওগাতুল আলম জানিয়েছেন, “প্রাথমিকভাবে আমরা জানি যে, অ্যাম্বুলেন্সে থাকা চারজনের মৃত্যু হয়েছে, তবে আরও বিস্তারিত জানার চেষ্টা চলছে।”