দীর্ঘ ৫০ বছর পর প্রকাশ্যে এসেছেন বীর বিক্রম মেজর শরিফুল হক ডালিম। ৫ জানুয়ারি রোববার রাতে তিনি প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভ টকশোতে উপস্থিত হন এবং ৫০ বছরের অনেক প্রশ্নের উত্তর দেন। এত বছর পর প্রকাশ্যে আসায় মেজর ডালিম নিয়ে আলোচনার ঝড় উঠেছে, এবং অনেকেই তার প্রকৃত পরিচয় নিয়ে সন্দেহ প্রকাশ করছেন।
এই প্রসঙ্গে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত-সমালোচিত ব্যারিস্টার নিঝুম মজুমদারও যুক্ত হয়েছেন। তিনি প্রবাসী সাংবাদিক খালেদ মহিউদ্দিনের সাথে এক অনলাইন সাক্ষাৎকারে মেজর ডালিমের একটি বই তুলে ধরে প্রশ্ন তোলেন, “লাইভে যে বক্তব্য দেওয়া হয়েছে, তা বইয়ের বক্তব্যের সাথে কী মেলে?” তিনি আরও বলেন, “লাইভে ডালিম দাবি করেছেন যে মুক্তিযুদ্ধের সময় তিনি বঙ্গবন্ধুকে হত্যার পরিকল্পনা করেছিলেন, তাহলে কেন তিনি বাকশাল এবং আওয়ামী লীগের সমর্থনে কথা বলছেন?”
মেজর ডালিম, যিনি বঙ্গবন্ধুর হত্যাকারী দলের একজন সদস্য হিসেবে পরিচিত, বর্তমানে পলাতক অবস্থায় রয়েছেন এবং তার বিরুদ্ধে ফাঁসির আদেশ রয়েছে। সম্প্রতি তার ইউটিউব লাইভ সেশনটি নেটিজেনদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে, বিশেষ করে বাংলাদেশিদের মধ্যে।
লাইভে মেজর ডালিম বলেছেন, মুক্তিযুদ্ধের সময় তারা “সেনা পরিষদ” নামে একটি সংগঠন গঠন করেছিলেন, যার লক্ষ্য ছিল বঙ্গবন্ধু সরকারের উৎখাত করা এবং বঙ্গবন্ধুকে হত্যা করার পরিকল্পনা। তিনি দাবি করেছেন, এই সংগঠনের উদ্দেশ্য ছিল বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী বঙ্গবন্ধু সরকারের পতন ঘটানো এবং ২৫ বছরের পরিকল্পনায় বঙ্গবন্ধুকে হত্যার রাস্তা নির্ধারণ করা।
তবে, প্রশ্ন উঠছে—যে ব্যক্তি মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধুকে হত্যার পরিকল্পনা করেছিলেন, সেই ব্যক্তি আজ কীভাবে বাকশাল এবং আওয়ামী লীগের পক্ষে কথা বলছেন? তার বইয়ের বক্তব্য এবং লাইভে দেওয়া বক্তব্যের মধ্যে কি কোন অমিল রয়েছে?