ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার।
তিনি বলেন, “গুম ও হত্যায় জড়িত ২২ জনের পাসপোর্ট এবং গত জুলাই-আগস্টের গণহত্যার সঙ্গে যুক্ত ৭৫ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। এই তালিকায় শেখ হাসিনার নামও রয়েছে।”
গত ৫ আগস্ট, তীব্র গণআন্দোলনের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়িয়ে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তার সাড়ে ১৫ বছরের শাসন এর মাধ্যমে শেষ হয়। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন।
শেখ হাসিনাসহ ক্ষমতাচ্যুত সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সংসদ সদস্যদের কূটনৈতিক বা লাল পাসপোর্ট বাতিল করা হয়েছে। ক্ষমতা হারানোর পর থেকে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ বিভিন্ন আদালতে শতাধিক হত্যা মামলা দায়ের হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতিমধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তাকে ফেরত পাঠানোর জন্য ভারতের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হলেও এ বিষয়ে ভারত এখনো কোনো মন্তব্য করেনি।