4:57 am, Wednesday, 8 January 2025

কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

  • Akram
  • Update Time : 08:02:05 pm, Monday, 6 January 2025
  • 31

কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। সোমবার (৬ জানুয়ারি) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য প্রকাশ করেন।

এসময় ডা. জাহিদ হোসেন জানান, খালেদা জিয়ার লন্ডন যাত্রা সামনে রেখে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। তিনি জানান, মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১০টায় কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়া ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের হিথ্রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশে যাত্রা করবেন। যাত্রা পথে ঢাকা-দোহা এবং দোহা-লন্ডন রুটে এই বিমান চলাচল করবে।

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা জানার পর তাঁর জন্য এই বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছেন। বিমানটি আজ সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

ডা. জাহিদ হোসেন আরও জানান, কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে চারজন কাতারি চিকিৎসক ও প্যারামেডিকস থাকবেন। এছাড়াও খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের ছয় সদস্যও বিমানে তার সঙ্গে থাকবেন। তারা হলেন অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক এফ এম সিদ্দিক, অধ্যাপক নরুদ্দিন আহমেদ, ডা. জাফর ইকবাল, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন এবং ডা. মোহাম্মদ আল মামুন।

এছাড়াও খালেদা জিয়ার সাথে তার ছোট ছেলের স্ত্রী সৈয়দা শর্মিল রহমান, বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য এনামুল হক চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল এবং খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তারসহ কিছু ব্যক্তিগত কর্মকর্তা-কর্মচারী থাকবেন।

Write Your Comment

About Author Information

Akram

কনক্রিট হল ব্লক- বাড়ির শক্ত ভিতের জন্য সেরা পছন্দ

কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

Update Time : 08:02:05 pm, Monday, 6 January 2025

কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। সোমবার (৬ জানুয়ারি) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য প্রকাশ করেন।

এসময় ডা. জাহিদ হোসেন জানান, খালেদা জিয়ার লন্ডন যাত্রা সামনে রেখে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। তিনি জানান, মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১০টায় কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়া ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের হিথ্রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশে যাত্রা করবেন। যাত্রা পথে ঢাকা-দোহা এবং দোহা-লন্ডন রুটে এই বিমান চলাচল করবে।

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা জানার পর তাঁর জন্য এই বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছেন। বিমানটি আজ সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

ডা. জাহিদ হোসেন আরও জানান, কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে চারজন কাতারি চিকিৎসক ও প্যারামেডিকস থাকবেন। এছাড়াও খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের ছয় সদস্যও বিমানে তার সঙ্গে থাকবেন। তারা হলেন অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক এফ এম সিদ্দিক, অধ্যাপক নরুদ্দিন আহমেদ, ডা. জাফর ইকবাল, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন এবং ডা. মোহাম্মদ আল মামুন।

এছাড়াও খালেদা জিয়ার সাথে তার ছোট ছেলের স্ত্রী সৈয়দা শর্মিল রহমান, বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য এনামুল হক চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল এবং খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তারসহ কিছু ব্যক্তিগত কর্মকর্তা-কর্মচারী থাকবেন।