কলকাতা নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে ২২০ জন বাংলাদেশি যাত্রী আটকে আছেন। রোববার (৫ জানুয়ারি) রাতে কুয়ালালামপুর থেকে ঢাকা আসার পথে মালিন্দো এয়ারের ফ্লাইট (ওডি-১৬২) ঘন কুয়াশার কারণে কলকাতায় জরুরি অবতরণ করে।
১৫ ঘণ্টা পেরিয়ে গেলেও যাত্রীদের ঢাকায় ফেরানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত তারা বিমানের মধ্যেই অপেক্ষা করেন। পরে তাদের কলকাতা বিমানবন্দরের অপেক্ষালয়ে স্থানান্তরিত করা হয়। তবে যাত্রীরা অভিযোগ করেছেন, দীর্ঘ সময় অপেক্ষার পরও তাদের খাবার বা পানীয় সরবরাহ করা হয়নি।
বিমানের মধ্যে কয়েকজন গুরুতর অসুস্থ যাত্রী ছিলেন, যাদের জন্য কোনো চিকিৎসার ব্যবস্থাও করা হয়নি বলে জানা গেছে।
কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ এই ঘটনার সত্যতা নিশ্চিত করলেও তারা জানিয়েছে, বিষয়টি সংশ্লিষ্ট এয়ারলাইন্সের দায়িত্বের মধ্যে পড়ে। অন্যদিকে, মালিন্দো এয়ার এখনও পর্যন্ত যাত্রীদের ঢাকায় ফেরানোর বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেনি।
আটকে পড়া এক যাত্রী জানিয়েছেন, তার পরিবারসহ বিদেশ ভ্রমণের পরিকল্পনা ছিল, যা আগামীকাল সকালে শুরু হওয়ার কথা। তবে বর্তমান পরিস্থিতিতে তিনি যথেষ্ট উদ্বিগ্ন। অন্যদিকে, বিমানের পাঁচজন গুরুতর অসুস্থ যাত্রী হাসপাতালে ভর্তি হওয়া জরুরি হলেও সেটার জন্য কোনো ব্যবস্থাও গ্রহণ করা হয়নি।