6:39 am, Wednesday, 8 January 2025

দেশব্যাপী কর্মসূচির ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

  • Akram
  • Update Time : 06:33:49 pm, Saturday, 4 January 2025
  • 25

দেশব্যাপী কর্মসূচির ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে জনমত গঠনে দেশজুড়ে কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আগামী ৬ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত সারাদেশে লিফলেট বিতরণ, সমাবেশ, ও জনসংযোগ করবে সংগঠনটি। এ কর্মসূচিতে তাদের সঙ্গে যৌথভাবে কাজ করবে জাতীয় নাগরিক কমিটি।

শনিবার (৪ জানুয়ারি) রাজধানীর বাংলামোটরে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

সংবাদ সম্মেলনে হাসনাত বলেন, গত ৩১ ডিসেম্বর শহীদ মিনারে ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচিতে আমরা ১৫ জানুয়ারির মধ্যে ‘জুলাই ঘোষণাপত্র’ বাস্তবায়নের দাবি জানিয়েছি। অন্তর্বর্তীকালীন সরকার এর পক্ষে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে। এই ঘোষণাপত্রে দেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে বলে আমরা বিশ্বাস করি।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদী শাসন সব মানুষের অধিকার রুদ্ধ করেছিল। আমরা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান, পেশাজীবী ও সাধারণ মানুষের মধ্যে জনসংযোগ চালিয়ে তাদের সমর্থন আদায় করবো। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি যৌথভাবে এই উদ্যোগ বাস্তবায়ন করবে।

সরকারের কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করে হাসনাত বলেন, ঘোষণাপত্র নিয়ে সরকার এখনও দৃশ্যমান কোনো অগ্রগতি দেখায়নি। অভ্যুত্থানের সব অংশীজনের সঙ্গে আলোচনা করা জরুরি। আমরা সরকারের প্রতি আহ্বান জানাই, এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নিক। এ বিষয়ে সরকারের প্রয়োজনে আমরা সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত।

Write Your Comment

About Author Information

Akram

কনক্রিট হল ব্লক- বাড়ির শক্ত ভিতের জন্য সেরা পছন্দ

দেশব্যাপী কর্মসূচির ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

Update Time : 06:33:49 pm, Saturday, 4 January 2025

‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে জনমত গঠনে দেশজুড়ে কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আগামী ৬ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত সারাদেশে লিফলেট বিতরণ, সমাবেশ, ও জনসংযোগ করবে সংগঠনটি। এ কর্মসূচিতে তাদের সঙ্গে যৌথভাবে কাজ করবে জাতীয় নাগরিক কমিটি।

শনিবার (৪ জানুয়ারি) রাজধানীর বাংলামোটরে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

সংবাদ সম্মেলনে হাসনাত বলেন, গত ৩১ ডিসেম্বর শহীদ মিনারে ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচিতে আমরা ১৫ জানুয়ারির মধ্যে ‘জুলাই ঘোষণাপত্র’ বাস্তবায়নের দাবি জানিয়েছি। অন্তর্বর্তীকালীন সরকার এর পক্ষে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে। এই ঘোষণাপত্রে দেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে বলে আমরা বিশ্বাস করি।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদী শাসন সব মানুষের অধিকার রুদ্ধ করেছিল। আমরা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান, পেশাজীবী ও সাধারণ মানুষের মধ্যে জনসংযোগ চালিয়ে তাদের সমর্থন আদায় করবো। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি যৌথভাবে এই উদ্যোগ বাস্তবায়ন করবে।

সরকারের কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করে হাসনাত বলেন, ঘোষণাপত্র নিয়ে সরকার এখনও দৃশ্যমান কোনো অগ্রগতি দেখায়নি। অভ্যুত্থানের সব অংশীজনের সঙ্গে আলোচনা করা জরুরি। আমরা সরকারের প্রতি আহ্বান জানাই, এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নিক। এ বিষয়ে সরকারের প্রয়োজনে আমরা সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত।