না ফেরার দেশে পাড়ি জমালেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমান। শনিবার (৪ জানুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর।
দীর্ঘ ১০ দিন অচেতন অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের সিসিইউতে ভর্তি ছিলেন অঞ্জনা। শারীরিক অবস্থার কোনো উন্নতি না হওয়ায় ১ জানুয়ারি তাকে বিএসএমএমইউ-তে স্থানান্তর করা হয়। জানা গেছে, ১৫ দিন ধরে অসুস্থ ছিলেন তিনি। জ্বরসহ রক্তে সংক্রমণ ধরা পড়ার পর চিকিৎসকের পরামর্শে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
অঞ্জনা রহমান ছিলেন একাধারে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনের একজন সুপরিচিত শিল্পী। নৃত্যশিল্পী থেকে নায়িকা হয়ে ওঠা অঞ্জনা সর্বাধিক যৌথ প্রযোজনা ও বিদেশি সিনেমায় অভিনয় করেছেন। তার অভিনয়ের যাত্রা শুরু হয়েছিল ১৯৭৬ সালে মুক্তি পাওয়া দস্যু বনহুর সিনেমার মাধ্যমে। প্রায় তিন শতাধিক সিনেমায় তিনি অভিনয় করেছেন।
তিনি দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। উল্লেখযোগ্য পুরস্কারপ্রাপ্ত সিনেমা হলো পরিণীতা ও গাঙচিল।
ঢাকাই সিনেমার নায়করাজ রাজ্জাকের সঙ্গে তিনি ৩০টি সিনেমায় অভিনয় করেছেন। এর মধ্যে অশিক্ষিত, রজনীগন্ধা, আনারকলি, বিধাতা, বৌরানী, সাহেব বিবি গোলাম এবং অভিযান উল্লেখযোগ্য।
তার অন্যান্য জনপ্রিয় সিনেমার মধ্যে রয়েছে মাটির মায়া, চোখের মণি, সুখের সংসার, জিঞ্জির, বিচারপতি, অভিযান, নাগিনা, এবং মহান।