ফেনী শহরের কেন্দ্রীয় বড় মসজিদের ডিজিটাল বোর্ডে হঠাৎ করে “আওয়ামী লীগ আবার ফিরবে, জয় বাংলা” লেখা ভেসে ওঠায় এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) দুপুর আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত এই স্ক্রল চলতে থাকে।
এ ঘটনা জানাজানি হলে স্থানীয় মুসল্লি ও বাসিন্দারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এসে মসজিদের অফিস সহকারী জমির উদ্দিনকে দিয়ে স্ক্রল বন্ধ করান।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেনীর সমন্বয়ক ওমর ফারুক শুভ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সরাসরি ফেসবুক লাইভে প্রচার করেন। পরে স্থানীয়রা জড়ো হয়ে বিক্ষোভ করে এবং জমির উদ্দিন স্ক্রল বন্ধ করেন।
এ বিষয়ে ফেনী জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াদ পাটোয়ারী বলেন, “আওয়ামী লীগ তাদের জনপ্রিয়তা হারিয়ে মসজিদের মতো পবিত্র স্থানকে ব্যবহার করে ধর্মীয় বিভাজন তৈরি করতে চাইছে। আমরা এই ঘটনার কঠোর শাস্তি দাবি করছি।”
ফেনী মডেল থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা জানিয়েছেন, মসজিদের অ্যাপস চালানোর দায়িত্বে থাকা জমির উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তিনি বলেন, “এই লেখাগুলো অ্যাপসের মাধ্যমে স্ক্রিনে দেখানো হয়। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।”