1:49 pm, Thursday, 21 August 2025

ভারত থেকে এলো মেট্রোরেলের আরও ২০ হাজার নতুন টিকিট

ভারত থেকে এলো মেট্রোরেলের আরও ২০ হাজার নতুন টিকিট

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ভারত থেকে দ্বিতীয় ধাপে ঢাকায় এসেছে মেট্রোরেলের একক যাত্রার আরও ২০ হাজার টিকিট। মেট্রোরেলের টিকিটের সংকট নিরসনে এসব টিকিট মঙ্গলবারের (৩১ ডিসেম্বর) মধ্যেই মেট্রোস্টেশনগুলোতে সরবরাহ করা হবে।

মেট্রোরেল লাইন-৬ (উত্তরা থেকে মতিঝিল) একক যাত্রার টিকিট সংকট নিয়ে ডিএমটিসিএল (ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড) বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মো. জাকারিয়া জানিয়েছেন, গত ২১ ডিসেম্বর ভারত থেকে ২০ হাজার টিকিট ঢাকায় এসেছে। কাস্টমসের জটিলতার কারণে টিকিট পেতে বিলম্ব হয়েছে। আশা করা হচ্ছে, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যেই এসব টিকিট স্টেশনগুলোতে সরবরাহ করা সম্ভব হবে। এছাড়া, ৩০ ডিসেম্বর আরও ৩০ হাজার টিকিট ঢাকায় পৌঁছাবে।

মেট্রোরেল চালুর সময় ২ লাখ ৬৮ হাজার ৪৪১টি একক যাত্রার টিকিট স্টেশনগুলোতে সরবরাহ করা হয়েছিল। কিন্তু গত অক্টোবরের তথ্য অনুযায়ী, ২ লাখ ৪০ হাজার টিকিট খোয়া গেছে বা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। যাত্রীরা স্টেশন থেকে বের হওয়ার সময় টিকিট ফেরত না দেওয়ার কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

টিকিট সংকট মোকাবিলায় ডিএমটিসিএল ৪ লাখ নতুন টিকিট সংগ্রহের উদ্যোগ নিয়েছে। জাপান, থাইল্যান্ড এবং ভারত যৌথভাবে এই টিকিট সরবরাহ করে। মূল সরবরাহকারী জাপান হলেও, প্রিন্টিংয়ের কাজটি ভারতেই সম্পন্ন হয়। ডিএমটিসিএল জানিয়েছে, ধাপে ধাপে ১০ শতাংশ অতিরিক্তসহ মোট ৪ লাখ ৪০ হাজার টিকিট ঢাকায় আসবে।

বর্তমানে স্টেশনগুলোতে প্রায় ৩০ হাজার টিকিট মজুদ রয়েছে, তবে প্রতিদিনের চাহিদা ৪০ থেকে ৫০ হাজার। ফলে, টিকিট সংকটের কারণে যাত্রীদের ভোগান্তি বাড়ছে। অনেক মেশিনে টিকিট পাওয়া যাচ্ছে না, এবং যেসব মেশিনে রয়েছে, সেগুলোর টিকিট দ্রুত শেষ হয়ে যাচ্ছে। এতে স্টেশনগুলোতে অপেক্ষমাণ যাত্রীর সংখ্যা ক্রমাগত বেড়ে চলেছে।

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

যে শিক্ষা আমাদের গোলাম করে রাখে তা দিয়ে কী করব: ফরহাদ মজহার

ভারত থেকে এলো মেট্রোরেলের আরও ২০ হাজার নতুন টিকিট

Update Time : 06:38:37 pm, Monday, 30 December 2024

ভারত থেকে দ্বিতীয় ধাপে ঢাকায় এসেছে মেট্রোরেলের একক যাত্রার আরও ২০ হাজার টিকিট। মেট্রোরেলের টিকিটের সংকট নিরসনে এসব টিকিট মঙ্গলবারের (৩১ ডিসেম্বর) মধ্যেই মেট্রোস্টেশনগুলোতে সরবরাহ করা হবে।

মেট্রোরেল লাইন-৬ (উত্তরা থেকে মতিঝিল) একক যাত্রার টিকিট সংকট নিয়ে ডিএমটিসিএল (ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড) বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মো. জাকারিয়া জানিয়েছেন, গত ২১ ডিসেম্বর ভারত থেকে ২০ হাজার টিকিট ঢাকায় এসেছে। কাস্টমসের জটিলতার কারণে টিকিট পেতে বিলম্ব হয়েছে। আশা করা হচ্ছে, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যেই এসব টিকিট স্টেশনগুলোতে সরবরাহ করা সম্ভব হবে। এছাড়া, ৩০ ডিসেম্বর আরও ৩০ হাজার টিকিট ঢাকায় পৌঁছাবে।

মেট্রোরেল চালুর সময় ২ লাখ ৬৮ হাজার ৪৪১টি একক যাত্রার টিকিট স্টেশনগুলোতে সরবরাহ করা হয়েছিল। কিন্তু গত অক্টোবরের তথ্য অনুযায়ী, ২ লাখ ৪০ হাজার টিকিট খোয়া গেছে বা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। যাত্রীরা স্টেশন থেকে বের হওয়ার সময় টিকিট ফেরত না দেওয়ার কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

টিকিট সংকট মোকাবিলায় ডিএমটিসিএল ৪ লাখ নতুন টিকিট সংগ্রহের উদ্যোগ নিয়েছে। জাপান, থাইল্যান্ড এবং ভারত যৌথভাবে এই টিকিট সরবরাহ করে। মূল সরবরাহকারী জাপান হলেও, প্রিন্টিংয়ের কাজটি ভারতেই সম্পন্ন হয়। ডিএমটিসিএল জানিয়েছে, ধাপে ধাপে ১০ শতাংশ অতিরিক্তসহ মোট ৪ লাখ ৪০ হাজার টিকিট ঢাকায় আসবে।

বর্তমানে স্টেশনগুলোতে প্রায় ৩০ হাজার টিকিট মজুদ রয়েছে, তবে প্রতিদিনের চাহিদা ৪০ থেকে ৫০ হাজার। ফলে, টিকিট সংকটের কারণে যাত্রীদের ভোগান্তি বাড়ছে। অনেক মেশিনে টিকিট পাওয়া যাচ্ছে না, এবং যেসব মেশিনে রয়েছে, সেগুলোর টিকিট দ্রুত শেষ হয়ে যাচ্ছে। এতে স্টেশনগুলোতে অপেক্ষমাণ যাত্রীর সংখ্যা ক্রমাগত বেড়ে চলেছে।