8:38 am, Tuesday, 7 January 2025

যারা ভোটে নির্বাচিত তাদেরই ক্ষমতায় থাকা উচিত: ধর্ম উপদেষ্টা

  • Akram
  • Update Time : 11:43:32 am, Monday, 30 December 2024
  • 35

যারা ভোটে নির্বাচিত তাদেরই ক্ষমতায় থাকা উচিত: ধর্ম উপদেষ্টা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসাইন বলেছেন, ‘আমি কোন কারণে ক্ষমতায় থাকব? যারা জনগণের ভোটে নির্বাচিত হবেন, তাদেরই ক্ষমতায় থাকা উচিত। জোর করে ক্ষমতায় থাকার মানসিকতা বর্জন করতে হবে।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ জোর করে ৫২ বছর ক্ষমতায় ছিলেন। কিন্তু তিনিও সারা জীবন ক্ষমতায় থাকতে পারেননি। দেশ থেকে তাকে চলে যেতে হয়েছে।’

গত শনিবার (২৮ ডিসেম্বর) মধ্যরাতে গাজীপুরের কালিয়াকৈরে ইসলামিয়া মদিনাতুল উলূম তাফসীরুল কুরআন মাহফিলে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, ‘আগামী দিনেও এ দেশে নির্বাচন তবে। তবে আগামীতে এ দেশে দিনের আলোয় নির্বাচন হবে, ইনশাআল্লাহ। যখন নির্বাচন হবে, তখন সবাই আপনারা দিনের আলোয় ভোট দেবেন। আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে সংসদে পাঠান। আমরা তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করব।’

তিনি বলেন, ‘ক্ষমতায় থাকার জন্য, ক্ষমতায় বসার জন্য যত মানুষ মারা লাগে, মারার জন্য প্রস্তুত থাকে। তারপরও আমাদের ক্ষমতায় থাকতে হবে। যারা ক্ষমতার পাগল নয়ছয় করে যুগ যুগ ধরে ক্ষমতায় থাকে। তাদের পরিণতি ইতিহাসে অত্যন্ত মর্মান্তিক। দেশের সম্পদ লুট করে বিদেশে বড় বড় জায়গায় ঘর বানায়। তাদের আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে।’

Write Your Comment

About Author Information

Akram

Popular Post

কনক্রিট হল ব্লক- বাড়ির শক্ত ভিতের জন্য সেরা পছন্দ

যারা ভোটে নির্বাচিত তাদেরই ক্ষমতায় থাকা উচিত: ধর্ম উপদেষ্টা

Update Time : 11:43:32 am, Monday, 30 December 2024

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসাইন বলেছেন, ‘আমি কোন কারণে ক্ষমতায় থাকব? যারা জনগণের ভোটে নির্বাচিত হবেন, তাদেরই ক্ষমতায় থাকা উচিত। জোর করে ক্ষমতায় থাকার মানসিকতা বর্জন করতে হবে।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ জোর করে ৫২ বছর ক্ষমতায় ছিলেন। কিন্তু তিনিও সারা জীবন ক্ষমতায় থাকতে পারেননি। দেশ থেকে তাকে চলে যেতে হয়েছে।’

গত শনিবার (২৮ ডিসেম্বর) মধ্যরাতে গাজীপুরের কালিয়াকৈরে ইসলামিয়া মদিনাতুল উলূম তাফসীরুল কুরআন মাহফিলে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, ‘আগামী দিনেও এ দেশে নির্বাচন তবে। তবে আগামীতে এ দেশে দিনের আলোয় নির্বাচন হবে, ইনশাআল্লাহ। যখন নির্বাচন হবে, তখন সবাই আপনারা দিনের আলোয় ভোট দেবেন। আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে সংসদে পাঠান। আমরা তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করব।’

তিনি বলেন, ‘ক্ষমতায় থাকার জন্য, ক্ষমতায় বসার জন্য যত মানুষ মারা লাগে, মারার জন্য প্রস্তুত থাকে। তারপরও আমাদের ক্ষমতায় থাকতে হবে। যারা ক্ষমতার পাগল নয়ছয় করে যুগ যুগ ধরে ক্ষমতায় থাকে। তাদের পরিণতি ইতিহাসে অত্যন্ত মর্মান্তিক। দেশের সম্পদ লুট করে বিদেশে বড় বড় জায়গায় ঘর বানায়। তাদের আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে।’