6:20 am, Saturday, 4 January 2025

টোলপ্লাজায় ৬ জন নিহতের ঘটনায় বাস মালিক গ্রেপ্তার

  • Akram
  • Update Time : 10:03:56 am, Sunday, 29 December 2024
  • 26

টোলপ্লাজায় ৬ জন নিহতের ঘটনায় বাস মালিক গ্রেপ্তার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় বাসের ধাক্কায় ভয়াবহ দুর্ঘটনায় ছয়জন নিহতের ঘটনায় বেপারী পরিবহনের মালিক ডাব্লিউ ব্যাপারীকে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ।

শনিবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ১২টায় তাকে মাদারীপুরের শিবচর থেকে গ্রেপ্তার করা হয়। নারায়ণগঞ্জ হাইওয়ে পুলিশের এডিশনাল ডিআইজি আ.ক.ম আক্তারুজ্জামান বসুমিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

অ্যাডিশনাল ডিআইজি আ.ক.ম আক্তারুজ্জামান বসুমিয়া বলেন, ছয়জন নিহতের ঘটনায় মামলার বাদী তাকেও আসামি করেছে। এ ছাড়া প্রাথমিক তদন্তে অদক্ষ ড্রাইভার আর ফিটনেসবিহীন গাড়ি সড়কে নামানোর দায় বাসের মালিক এড়াতে পারে না, তাই তাকেও গ্রেপ্তার করা হয়েছে।

হাসাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. রহমান বলেন, ছয়জন নিহতের ঘটনায় শনিবার প্রাইভেটকার যাত্রী নিহত আমেনার বড় ভাই নুরুল আমিন বাদী হয়ে মামলা করেন। নিহতের স্বজনের দায়ের করা মামলায় বাসের মালিককেও আসামি করা হয়েছে। এ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে ঘটনাস্থল থেকে বেপারী পরিবহনটিকে জব্দ করে পুলিশ, তখন পালিয়ে যান বাসচালক। পরে শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে চালক নুর উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

প্রসঙ্গত, শুক্রবার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় টোল দেওয়ার জন্য দাঁড়ানো প্রাইভেটকার, মোটরসাইকেল ও মাইক্রোবাসকে পেছন থেকে চাপায় দেয় ব্যাপারী পরিবহনের বেপরোয়া যাত্রীবাহী বাসটি। এতে ঘটনাস্থলেই বাইকে থাকা এক শিশু নিহত এবং আহত ৮ জনকে ঢাকার হাসপাতালে নেওয়ার পথে আরও চারজন মারা যান। পরে হাসপাতালে অপর একজনের মৃত্যু হয়।

Tag :

Write Your Comment

About Author Information

Akram

কনক্রিট হল ব্লক- বাড়ির শক্ত ভিতের জন্য সেরা পছন্দ

টোলপ্লাজায় ৬ জন নিহতের ঘটনায় বাস মালিক গ্রেপ্তার

Update Time : 10:03:56 am, Sunday, 29 December 2024

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় বাসের ধাক্কায় ভয়াবহ দুর্ঘটনায় ছয়জন নিহতের ঘটনায় বেপারী পরিবহনের মালিক ডাব্লিউ ব্যাপারীকে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ।

শনিবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ১২টায় তাকে মাদারীপুরের শিবচর থেকে গ্রেপ্তার করা হয়। নারায়ণগঞ্জ হাইওয়ে পুলিশের এডিশনাল ডিআইজি আ.ক.ম আক্তারুজ্জামান বসুমিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

অ্যাডিশনাল ডিআইজি আ.ক.ম আক্তারুজ্জামান বসুমিয়া বলেন, ছয়জন নিহতের ঘটনায় মামলার বাদী তাকেও আসামি করেছে। এ ছাড়া প্রাথমিক তদন্তে অদক্ষ ড্রাইভার আর ফিটনেসবিহীন গাড়ি সড়কে নামানোর দায় বাসের মালিক এড়াতে পারে না, তাই তাকেও গ্রেপ্তার করা হয়েছে।

হাসাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. রহমান বলেন, ছয়জন নিহতের ঘটনায় শনিবার প্রাইভেটকার যাত্রী নিহত আমেনার বড় ভাই নুরুল আমিন বাদী হয়ে মামলা করেন। নিহতের স্বজনের দায়ের করা মামলায় বাসের মালিককেও আসামি করা হয়েছে। এ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে ঘটনাস্থল থেকে বেপারী পরিবহনটিকে জব্দ করে পুলিশ, তখন পালিয়ে যান বাসচালক। পরে শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে চালক নুর উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

প্রসঙ্গত, শুক্রবার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় টোল দেওয়ার জন্য দাঁড়ানো প্রাইভেটকার, মোটরসাইকেল ও মাইক্রোবাসকে পেছন থেকে চাপায় দেয় ব্যাপারী পরিবহনের বেপরোয়া যাত্রীবাহী বাসটি। এতে ঘটনাস্থলেই বাইকে থাকা এক শিশু নিহত এবং আহত ৮ জনকে ঢাকার হাসপাতালে নেওয়ার পথে আরও চারজন মারা যান। পরে হাসপাতালে অপর একজনের মৃত্যু হয়।