4:38 pm, Saturday, 4 January 2025

প্রবাসীদের তোপের মুখে উপদেষ্টা আসিফ নজরুল

  • Akram
  • Update Time : 08:39:25 am, Sunday, 29 December 2024
  • 33

প্রবাসীদের তোপের মুখে উপদেষ্টা আসিফ নজরুল

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুলের সামনে বিক্ষোভ করেছেন আরব আমিরাত থেকে জেল খেটে দেশে ফেরা প্রবাসীরা। শনিবার (২৮ ডিসেম্বর) ইস্কাটনের প্রবাসী কল্যাণ ভবনের বিজয় ৭১ হলে প্রত্যেককে ৫০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে এই ঘটনা ঘটে।

অনুষ্ঠানের এক পর্যায়ে প্রবাসীরা হট্টগোল শুরু করেন। দুবাই ফেরত এক প্রবাসী উপদেষ্টা আসিফ নজরুলের উদ্দেশে অভিযোগ করেন, “আমাদের জঙ্গি বানিয়ে ফাঁসিয়েছে তৎকালীন কনসাল জেনারেল বি এম জামাল হোসেন। তাকে দেশে ফিরিয়ে এনে গ্রেফতার করলে সব তথ্য জানা যাবে।”

উত্তেজিত প্রবাসীদের শান্ত হতে অনুরোধ জানিয়ে ড. আসিফ নজরুল বলেন,‘আপনারা শান্ত হোন। আমার কথা শোনেন, তারপর যত ইচ্ছা চিল্লাচিল্লি করেন। আমি বুঝতে পেরেছি, আপনাদের ক্ষোভের কারণ আছে। আপনারা আগামীকাল ৭ জনের একটি প্রতিনিধিদল আমার সঙ্গে বিকাল ৩টায় মন্ত্রণালয়ে দেখা করেন। কাল মন্ত্রণালয়ে মিটিং হবে, কার কার কী অভিযোগ শোনা হবে, আমি দেখবো।

তবে উত্তেজনা কমেনি। এক পর্যায়ে প্রবাসীরা সরাসরি উপদেষ্টার কাছে এসে দাবি জানাতে থাকলে তিনি অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। এসময় প্রবাসীরা স্লোগান দিতে থাকেন, ‘বিচার চাই, বিচার চাই’, ‘ফাঁসি চাই, ফাঁসি চাই’।

প্রবাসীরা অভিযোগ করেন, আমিরাতে বাংলাদেশের কনস্যুলেটের কর্মকর্তারা তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছেন, যার ফলে তারা জেলে গিয়েছেন। এক প্রবাসী বলেন, ‘ভিনদেশে আমাদের জঙ্গি বানায়, এমন কর্মকর্তাকে কেন পদোন্নতি দেওয়া হয়? ৩৫ বছর ধরে কাজ করে যা উপার্জন করেছিলাম, সব হারিয়েছি। আমার মতো অনেকেই কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।’

অনুষ্ঠানের শেষে প্রবাসীরা জানান, তাদের দাবিগুলো দ্রুত মানা না হলে তারা রাজপথে নেমে আন্দোলন করবেন। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “বিদেশে আমাদের ফাঁসানোর জন্য যারা দায়ী, তাদের বিচারের আওতায় না আনা পর্যন্ত আমরা শান্ত হব না।”

অনুষ্ঠানে আরব আমিরাত থেকে ফেরা ১৮৮ জন প্রবাসীকে ৫০ হাজার টাকা করে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়।

Write Your Comment

About Author Information

Akram

কনক্রিট হল ব্লক- বাড়ির শক্ত ভিতের জন্য সেরা পছন্দ

প্রবাসীদের তোপের মুখে উপদেষ্টা আসিফ নজরুল

Update Time : 08:39:25 am, Sunday, 29 December 2024

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুলের সামনে বিক্ষোভ করেছেন আরব আমিরাত থেকে জেল খেটে দেশে ফেরা প্রবাসীরা। শনিবার (২৮ ডিসেম্বর) ইস্কাটনের প্রবাসী কল্যাণ ভবনের বিজয় ৭১ হলে প্রত্যেককে ৫০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে এই ঘটনা ঘটে।

অনুষ্ঠানের এক পর্যায়ে প্রবাসীরা হট্টগোল শুরু করেন। দুবাই ফেরত এক প্রবাসী উপদেষ্টা আসিফ নজরুলের উদ্দেশে অভিযোগ করেন, “আমাদের জঙ্গি বানিয়ে ফাঁসিয়েছে তৎকালীন কনসাল জেনারেল বি এম জামাল হোসেন। তাকে দেশে ফিরিয়ে এনে গ্রেফতার করলে সব তথ্য জানা যাবে।”

উত্তেজিত প্রবাসীদের শান্ত হতে অনুরোধ জানিয়ে ড. আসিফ নজরুল বলেন,‘আপনারা শান্ত হোন। আমার কথা শোনেন, তারপর যত ইচ্ছা চিল্লাচিল্লি করেন। আমি বুঝতে পেরেছি, আপনাদের ক্ষোভের কারণ আছে। আপনারা আগামীকাল ৭ জনের একটি প্রতিনিধিদল আমার সঙ্গে বিকাল ৩টায় মন্ত্রণালয়ে দেখা করেন। কাল মন্ত্রণালয়ে মিটিং হবে, কার কার কী অভিযোগ শোনা হবে, আমি দেখবো।

তবে উত্তেজনা কমেনি। এক পর্যায়ে প্রবাসীরা সরাসরি উপদেষ্টার কাছে এসে দাবি জানাতে থাকলে তিনি অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। এসময় প্রবাসীরা স্লোগান দিতে থাকেন, ‘বিচার চাই, বিচার চাই’, ‘ফাঁসি চাই, ফাঁসি চাই’।

প্রবাসীরা অভিযোগ করেন, আমিরাতে বাংলাদেশের কনস্যুলেটের কর্মকর্তারা তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছেন, যার ফলে তারা জেলে গিয়েছেন। এক প্রবাসী বলেন, ‘ভিনদেশে আমাদের জঙ্গি বানায়, এমন কর্মকর্তাকে কেন পদোন্নতি দেওয়া হয়? ৩৫ বছর ধরে কাজ করে যা উপার্জন করেছিলাম, সব হারিয়েছি। আমার মতো অনেকেই কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।’

অনুষ্ঠানের শেষে প্রবাসীরা জানান, তাদের দাবিগুলো দ্রুত মানা না হলে তারা রাজপথে নেমে আন্দোলন করবেন। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “বিদেশে আমাদের ফাঁসানোর জন্য যারা দায়ী, তাদের বিচারের আওতায় না আনা পর্যন্ত আমরা শান্ত হব না।”

অনুষ্ঠানে আরব আমিরাত থেকে ফেরা ১৮৮ জন প্রবাসীকে ৫০ হাজার টাকা করে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়।