8:55 pm, Sunday, 29 December 2024

আজহারীর মাহফিলে লাখো মানুষের ঢল, কাজ করছে না ইন্টারনেট

  • Akram
  • Update Time : 09:11:48 pm, Friday, 27 December 2024
  • 31

আজহারীর মাহফিলে লাখো মানুষের ঢল, কাজ করছে না ইন্টারনেট

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

মাহফিলে যোগ দিতে ঢাকা থেকে হেলিকপ্টারে চড়ে কক্সবাজারের পেকুয়ায় পৌঁছেছেন জনপ্রিয় ইসলামী আলোচক মিজানুর রহমান আজাহারী। মাহফিলে কয়েক লাখ মানুষের সমাগম হয়েছে। অতিরিক্ত মানুষের চাপে দুই কিলোমিটার এলাকাজুড়ে কাজ করছে না মোবাইল ইন্টারনেট।

শুক্রবার (২৭ ডিসেম্বর) কক্সবাজরের পেকুয়ায় মরহুম মাওলানা শহিদ উল্লাহ স্মৃতি সংসদ ও সমাজ উন্নয়ন পরিষদের যৌথ উদ্যোগে এই মাহফিলে যোগ দিতে বিকেলে তিনি বসুন্ধরা মালিকানাধীন হেলিকপ্টারে করে আসেন। রাত ১০টার দিকে প্রধান বক্তা হিসেবে আলোচনা করার কথা রয়েছে। ইতোমধ্যে মাহফিলের ময়দানে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আয়োজক কমিটি ও প্রশাসন।

এদিন সকাল ১০টা থেকে শুরু হয় ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল। প্রথম অধিবেশনে আলোচনা করেন মনিরুল ইসলাম মজুমদার।

পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদের প্রধান উপদেষ্টা নিয়ামত উল্লাহ নিজামী বলেন, আজহারী হুজুরসহ জনপ্রিয় ইসলামি আলোচকদের আগমনে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নেমেছে। হুজুর পেকুয়ায় পৌঁছেছেন। সবকিছু ঠিক থাকলে রাত ১০টার দিকে আলোচনা করবেন আজহারী হুজুর। অনুষ্ঠানস্থল থেকে দুই কিলোমিটার এলাকায় মোবাইলের ইন্টারনেট কাজ করছে না। আগে থেকে একটা ওয়াইফাই ছিল সেটি দিয়ে কয়েকটি পেইজে লাইভ চলছে।

অনুষ্ঠানে থাকা আবদুল্লাহ আল সম্রাট বলেন, অনুষ্ঠানস্থল থেকে শুরু করে দুই কিলোমিটার এলাকাজুড়ে মোবাইল ইন্টারনেট কাজ করছে না। অনেক আগ্রহ নিয়ে লাইভ দিতে এসেছি। কিন্তু ইন্টারনেট কাজ না করায় লাইভ দিতে পারছি না।

পেকুয়ার বাসিন্দা জিয়াবুল বলেন, পেকুয়ার মাহফিলে অকল্পনীয় মানুষের উপস্থিতিতে দুই কিলোমিটার এলাকায় মোবাইল ইন্টারনেট কাজ করছে না। অনেকটা ভোগান্তি পোহাতে হচ্ছে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, জনপ্রিয় ইসলামি বক্তা আজহারী হুজুর বিকেলে হেলিকপ্টারে করে পেকুয়ায় পৌঁছেছেন। নিরাপত্তায় যৌথ বাহিনী কাজ করছে। রাতে তিনি আলোচনা করবেন।

Write Your Comment

About Author Information

Akram

আজহারীর মাহফিলে লাখো মানুষের ঢল, কাজ করছে না ইন্টারনেট

Update Time : 09:11:48 pm, Friday, 27 December 2024

মাহফিলে যোগ দিতে ঢাকা থেকে হেলিকপ্টারে চড়ে কক্সবাজারের পেকুয়ায় পৌঁছেছেন জনপ্রিয় ইসলামী আলোচক মিজানুর রহমান আজাহারী। মাহফিলে কয়েক লাখ মানুষের সমাগম হয়েছে। অতিরিক্ত মানুষের চাপে দুই কিলোমিটার এলাকাজুড়ে কাজ করছে না মোবাইল ইন্টারনেট।

শুক্রবার (২৭ ডিসেম্বর) কক্সবাজরের পেকুয়ায় মরহুম মাওলানা শহিদ উল্লাহ স্মৃতি সংসদ ও সমাজ উন্নয়ন পরিষদের যৌথ উদ্যোগে এই মাহফিলে যোগ দিতে বিকেলে তিনি বসুন্ধরা মালিকানাধীন হেলিকপ্টারে করে আসেন। রাত ১০টার দিকে প্রধান বক্তা হিসেবে আলোচনা করার কথা রয়েছে। ইতোমধ্যে মাহফিলের ময়দানে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আয়োজক কমিটি ও প্রশাসন।

এদিন সকাল ১০টা থেকে শুরু হয় ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল। প্রথম অধিবেশনে আলোচনা করেন মনিরুল ইসলাম মজুমদার।

পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদের প্রধান উপদেষ্টা নিয়ামত উল্লাহ নিজামী বলেন, আজহারী হুজুরসহ জনপ্রিয় ইসলামি আলোচকদের আগমনে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নেমেছে। হুজুর পেকুয়ায় পৌঁছেছেন। সবকিছু ঠিক থাকলে রাত ১০টার দিকে আলোচনা করবেন আজহারী হুজুর। অনুষ্ঠানস্থল থেকে দুই কিলোমিটার এলাকায় মোবাইলের ইন্টারনেট কাজ করছে না। আগে থেকে একটা ওয়াইফাই ছিল সেটি দিয়ে কয়েকটি পেইজে লাইভ চলছে।

অনুষ্ঠানে থাকা আবদুল্লাহ আল সম্রাট বলেন, অনুষ্ঠানস্থল থেকে শুরু করে দুই কিলোমিটার এলাকাজুড়ে মোবাইল ইন্টারনেট কাজ করছে না। অনেক আগ্রহ নিয়ে লাইভ দিতে এসেছি। কিন্তু ইন্টারনেট কাজ না করায় লাইভ দিতে পারছি না।

পেকুয়ার বাসিন্দা জিয়াবুল বলেন, পেকুয়ার মাহফিলে অকল্পনীয় মানুষের উপস্থিতিতে দুই কিলোমিটার এলাকায় মোবাইল ইন্টারনেট কাজ করছে না। অনেকটা ভোগান্তি পোহাতে হচ্ছে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, জনপ্রিয় ইসলামি বক্তা আজহারী হুজুর বিকেলে হেলিকপ্টারে করে পেকুয়ায় পৌঁছেছেন। নিরাপত্তায় যৌথ বাহিনী কাজ করছে। রাতে তিনি আলোচনা করবেন।