পাকিস্তানি ক্রিকেটার বাবর আজমকে অনেকেই ‘ফেবুলাস ফোর’-এর তালিকায় সংযুক্ত করে ‘ফেবুলাস ফাইভ’ তৈরি করার প্রস্তাব দিয়েছেন। এই ‘ফেবুলাস ফোর’ বলতে বোঝানো হয় বর্তমান প্রজন্মের চার সেরা ব্যাটার—বিরাট কোহলি, স্টিভ স্মিথ, জো রুট এবং কেন উইলিয়ামসন। বাবর আজম মাঝেমধ্যেই তার পারফরম্যান্স দিয়ে এই তালিকায় জায়গা পাওয়ার দাবি তুলেছেন।
সম্প্রতি তিন ফরম্যাটে ৪ হাজার রান করা ব্যাটসম্যানদের ক্লাবে প্রবেশ করেছেন বাবর। তবে, তার ক্যারিয়ারে এমনও সময় এসেছে যখন ফর্মের অভাবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাকে একাদশ থেকে বাদ দিতে বাধ্য হয়েছিল। মুলতানে দ্বিতীয় টেস্টের একাদশ থেকে বাদ পড়ার আগে টানা ৯ ম্যাচে বাবর ১৮ ইনিংসে ব্যাট করে একবারও অর্ধশত রান করতে পারেননি।
বাবরের পরিবর্তে সুযোগ পাওয়া কামরান গুলাম সেই ম্যাচেই সেঞ্চুরি করে পাকিস্তানের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এরপর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ পাকিস্তান ২-১ ব্যবধানে জিতে নেয়। কামরানের ধারাবাহিক পারফরম্যান্স তাকে একাদশে স্থায়ী জায়গা এনে দেয়। যদিও, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান সিরিজ দিয়ে বাবর আবার একাদশে ফিরেছেন।
সেঞ্চুরিয়ন টেস্টে কামরানের উপস্থিতির কারণে বাবর তার পছন্দের পজিশন ছেড়ে ৩ নম্বরে ব্যাটিং করেন। এই ম্যাচে ডেন পেটারসনের বলে আউট হওয়ার আগে তিনি টেস্টে ৪ হাজার রান পূর্ণ করেন। কোরবিন বোসকে চার মেরে তিন ফরম্যাটে ৪ হাজার রান করা ব্যাটসম্যানদের এলিট ক্লাবে প্রবেশ করেন বাবর।
বিশ্বব্যাপী এই অর্জন করা ক্রিকেটারদের মধ্যে বাবর তৃতীয়। ২০২২ সালে বিরাট কোহলি প্রথম এই মাইলফলক অর্জন করেন। তার টেস্টে ৯ হাজার ১৬৬ রান, ওয়ানডেতে ১৩ হাজার ৯০৬ রান এবং টি-টোয়েন্টিতে ৪ হাজার ১৮৮ রান রয়েছে। এ বছরের জুনে কোহলির পরে রোহিত শর্মা এই কৃতিত্ব অর্জন করেন। রোহিতের টেস্টে ৪ হাজার ২৯০ রান, ওয়ানডেতে ১০ হাজার ৮৬৬ রান এবং টি-টোয়েন্টিতে ৪ হাজার ২৩১ রান রয়েছে।