ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন। দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস হাসপাতালে (এআইআইএমএস) চিকিৎসাধীন রাত ৯ টা ৫১মিনিটে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।
বেশ কিছুদিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন মনমোহন সিং। শারীরিক অবস্থার অবনতি হতেই বৃহস্পতিবার রাত ৮টার দিকে তাকে দিল্লি এইমসের ইমার্জেন্সি ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
ভারতের বিশিষ্ট অর্থনীতিবিদদের মধ্যে একজন মনমোহন সিং। তিনি ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) গভর্নর ছিলেন। দেশটির রাজনীতিতে তার পদার্পণ রাজ্যসভার সদস্যপদের বড় ভূমিকাও রয়েছে।
তথ্য বলছে, ১৯৯১ সালে ভারতের রাজ্যসভার সদস্য হন মনমোহন সিং। ১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত তিনি বিরোধী দলনেতা ছিলেন। ২০০৪ সালের ২২ মে তিনি ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। এই বর্ষীয়ান কংগ্রেস নেতা পর পর ২ বার প্রধানমন্ত্রীর পদে ছিলেন। পরবর্তীকালে তিনি ২০০৯ সালের ২২ মে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন।
১৯৩২ সালের ২৬ সেপ্টেম্বর পশ্চিম পাঞ্জাবের গাহে জন্মগ্রহণ করেন মনমোহন সিং। এই গাহে এলাকা ১৯৪৭ সালে পাকিস্তানে অন্তর্ভুক্ত হয়। দেশভাগের সেই সময় সপরিবারে ভারতে চলে আসে মনমোহন সিংয়ের পরিবার।
অক্সফোর্ড থেকে অর্থনীতিতে ডক্টরেট ডিগ্রি অর্জন করে ১৯৬৬-১৯৬৯ সালে জাতিসংঘের জন্য কাজ করেন মনমোহন সিং। পরবর্তীকালে ললিত নারায়ণ মিশ্র তাকে ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন।