7:39 pm, Thursday, 26 December 2024

জুলাই গ্রাফিতির ওপর ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

  • Akram
  • Update Time : 08:18:41 pm, Wednesday, 25 December 2024
  • 17

জুলাই গ্রাফিতির ওপর ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

৫ আগস্ট সরকার পতনের পর দেশের বিভিন্ন স্থানে আন্দোলনের নানা চিত্র প্রকাশ পেয়েছে দেয়াল চিত্রের মাধ্যমে। শেরপুরের প্রতিটি দেয়ালে শিক্ষার্থীদের হাতে গ্রাফিতির মাধ্যমে প্রতিবাদ, দেশপ্রেম, সাম্য, সম্প্রীতি এবং ভ্রাতৃত্ববোধের বার্তা ফুটে ওঠে।

তবে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে নালিতাবাড়ি উপজেলার পৌরশহরে স্থানীয়রা দেখতে পান, যেখানে আগে গ্রাফিতি ছিল, সেগুলোর ওপর লেখা ‘জয় বাংলা’ স্লোগান মুছে নতুন করে ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান লেখা হয়েছে। এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ উপজেলাজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

জানা যায়, নালিতাবাড়ি পৌরশহরের থানা সংলগ্ন দেয়াল গুলোতে সোমবার রাতের কোন এক সময় এমন ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে, কারা গ্রাফিতি নষ্ট করে দিয়েছে এমন প্রশ্ন জনমনে। গ্রাফিতির ওপর ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষার্থী ও স্থানীয়রা। তাদের ধারণা, জুলাই বিপ্লবকে ধারণ করে না বা মানতে পারেনা এমন কোন অপশক্তিই এসব করেছে। গ্রাফিতি অংকনে মুখ্য ভূমিকা পালনকারী শিক্ষার্থী আব্দুল্লাহ আল আমিন বলেন, রাতের আঁধারে কোন অপশক্তি গ্রাফিতিগুলো নষ্ট করে দিয়েছে। গ্রাফিতির ওপর এসব স্লোগান লেখা হয়েছে। জয় বাংলা স্লোগান হাইকোর্ট নিষিদ্ধ বা স্থগিত করেছেন, এটা তো আমাদের বিষয় নয়। তারা কেন আমাদের গ্রাফিতি নষ্ট করলো।

স্থানীয় হাসান তৌফিক তূর্য বলেন, তারা গ্রাফিতির ওপর ‘জয় বাংলা’ না লিখে অন্য কোথাও লিখতে পারতো। তারা কেন আমাদের চেতনার ওপর আঘাত করেছে। যারা এই কাজ করেছে তারা জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে না, এটা তারই প্রমাণ।

শিক্ষার্থী রুহুল সিদ্দিকী রোমান বলেন, জেলা এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার আহবান জানিয়ে বলেন, আমরাও হয়তো একটি মামলা করতে পারি। তবে আমরা চাইবো সরকারিভাবেই যেনো একটা ব্যবস্থা নেওয়া হয়।

এ বিষয়ে শেরপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র ফারহান ফুয়াদ তুহিন বলেন, বিষয়টি আমরা অবগত হয়েছি। পরবর্তীতে এ বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি। ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে খোঁজছে। এ ব্যাপারে আমরা সবাই বসে পরবর্তী করণীয় নির্ধারণ করবো।

এ ব্যাপারে নালিতাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন বলেন, ঘটনাটি আমরা অবগত হয়েছি। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Write Your Comment

About Author Information

Akram

জুলাই গ্রাফিতির ওপর ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

Update Time : 08:18:41 pm, Wednesday, 25 December 2024

৫ আগস্ট সরকার পতনের পর দেশের বিভিন্ন স্থানে আন্দোলনের নানা চিত্র প্রকাশ পেয়েছে দেয়াল চিত্রের মাধ্যমে। শেরপুরের প্রতিটি দেয়ালে শিক্ষার্থীদের হাতে গ্রাফিতির মাধ্যমে প্রতিবাদ, দেশপ্রেম, সাম্য, সম্প্রীতি এবং ভ্রাতৃত্ববোধের বার্তা ফুটে ওঠে।

তবে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে নালিতাবাড়ি উপজেলার পৌরশহরে স্থানীয়রা দেখতে পান, যেখানে আগে গ্রাফিতি ছিল, সেগুলোর ওপর লেখা ‘জয় বাংলা’ স্লোগান মুছে নতুন করে ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান লেখা হয়েছে। এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ উপজেলাজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

জানা যায়, নালিতাবাড়ি পৌরশহরের থানা সংলগ্ন দেয়াল গুলোতে সোমবার রাতের কোন এক সময় এমন ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে, কারা গ্রাফিতি নষ্ট করে দিয়েছে এমন প্রশ্ন জনমনে। গ্রাফিতির ওপর ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষার্থী ও স্থানীয়রা। তাদের ধারণা, জুলাই বিপ্লবকে ধারণ করে না বা মানতে পারেনা এমন কোন অপশক্তিই এসব করেছে। গ্রাফিতি অংকনে মুখ্য ভূমিকা পালনকারী শিক্ষার্থী আব্দুল্লাহ আল আমিন বলেন, রাতের আঁধারে কোন অপশক্তি গ্রাফিতিগুলো নষ্ট করে দিয়েছে। গ্রাফিতির ওপর এসব স্লোগান লেখা হয়েছে। জয় বাংলা স্লোগান হাইকোর্ট নিষিদ্ধ বা স্থগিত করেছেন, এটা তো আমাদের বিষয় নয়। তারা কেন আমাদের গ্রাফিতি নষ্ট করলো।

স্থানীয় হাসান তৌফিক তূর্য বলেন, তারা গ্রাফিতির ওপর ‘জয় বাংলা’ না লিখে অন্য কোথাও লিখতে পারতো। তারা কেন আমাদের চেতনার ওপর আঘাত করেছে। যারা এই কাজ করেছে তারা জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে না, এটা তারই প্রমাণ।

শিক্ষার্থী রুহুল সিদ্দিকী রোমান বলেন, জেলা এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার আহবান জানিয়ে বলেন, আমরাও হয়তো একটি মামলা করতে পারি। তবে আমরা চাইবো সরকারিভাবেই যেনো একটা ব্যবস্থা নেওয়া হয়।

এ বিষয়ে শেরপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র ফারহান ফুয়াদ তুহিন বলেন, বিষয়টি আমরা অবগত হয়েছি। পরবর্তীতে এ বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি। ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে খোঁজছে। এ ব্যাপারে আমরা সবাই বসে পরবর্তী করণীয় নির্ধারণ করবো।

এ ব্যাপারে নালিতাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন বলেন, ঘটনাটি আমরা অবগত হয়েছি। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।