12:00 am, Tuesday, 24 December 2024

২০০০ কোটি টাকার অবৈধ সম্পদ: স্বামীসহ সাবেক এমপি হেনরীর বিরুদ্ধে মামলা

  • Akram
  • Update Time : 08:23:05 pm, Monday, 23 December 2024
  • 13

স্বামীসহ সাবেক এমপি হেনরীর বিরুদ্ধে মামলা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

আওয়ামী লীগ সরকারের সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) জান্নাত আরা হেনরী ও তার স্বামী শামীম তালুকদারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২৩ ডিসেম্বর) বিকালে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।

তিনি জানান, আজ (সোমবার) দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ মামলাটি দায়ের করেন সংস্থাটির সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ।

দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন জানান, সাবেক এমপি জান্নাত আরা হেনরীর ৫৭ কোটি ১৩ লাখ ৭ হাজার ২২৩ টাকার অবৈধ সম্পদ অর্জন করে ভোগ দখলে রেখেছেন বলে দুদকের অনুসন্ধানে উঠে এসেছে। এছাড়াও ৩৫টি ব্যাংক হিসাবের মাধ্যমে দুই হাজার দুই কোটি ৬৬ হাজার ৫৭৭ টাকা এবং ১৩ কোটি ৭৮ লাখ মার্কিন ডলারের সন্দেহজনক লেনদেন করেন। এর মাধ্যমে মানিলন্ডারিংয়ের সম্পৃক্ত অপরাধ দুর্নীতি ও ঘুষের মাধ্যমে পাওয়া অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে রুপান্তর, হস্তান্তর ও স্থানান্তর করে দুদক আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। অন্যদিকে, তার স্বামী শামীম তালুকদারের ব্যাংক হিসাবে ৩৬০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে দুদক।

মামলা তদন্তকালে অন্য কোনও সম্পদ বা অন্য কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে— তা আইনের আওতায় নিয়ে আসা হবে বলেও মামলার এজাহারে উল্লেখ করা হয়।

Write Your Comment

About Author Information

Akram

কনক্রিট হল ব্লক- বাড়ির শক্ত ভিতের জন্য সেরা পছন্দ

২০০০ কোটি টাকার অবৈধ সম্পদ: স্বামীসহ সাবেক এমপি হেনরীর বিরুদ্ধে মামলা

২০০০ কোটি টাকার অবৈধ সম্পদ: স্বামীসহ সাবেক এমপি হেনরীর বিরুদ্ধে মামলা

Update Time : 08:23:05 pm, Monday, 23 December 2024

আওয়ামী লীগ সরকারের সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) জান্নাত আরা হেনরী ও তার স্বামী শামীম তালুকদারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২৩ ডিসেম্বর) বিকালে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।

তিনি জানান, আজ (সোমবার) দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ মামলাটি দায়ের করেন সংস্থাটির সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ।

দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন জানান, সাবেক এমপি জান্নাত আরা হেনরীর ৫৭ কোটি ১৩ লাখ ৭ হাজার ২২৩ টাকার অবৈধ সম্পদ অর্জন করে ভোগ দখলে রেখেছেন বলে দুদকের অনুসন্ধানে উঠে এসেছে। এছাড়াও ৩৫টি ব্যাংক হিসাবের মাধ্যমে দুই হাজার দুই কোটি ৬৬ হাজার ৫৭৭ টাকা এবং ১৩ কোটি ৭৮ লাখ মার্কিন ডলারের সন্দেহজনক লেনদেন করেন। এর মাধ্যমে মানিলন্ডারিংয়ের সম্পৃক্ত অপরাধ দুর্নীতি ও ঘুষের মাধ্যমে পাওয়া অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে রুপান্তর, হস্তান্তর ও স্থানান্তর করে দুদক আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। অন্যদিকে, তার স্বামী শামীম তালুকদারের ব্যাংক হিসাবে ৩৬০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে দুদক।

মামলা তদন্তকালে অন্য কোনও সম্পদ বা অন্য কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে— তা আইনের আওতায় নিয়ে আসা হবে বলেও মামলার এজাহারে উল্লেখ করা হয়।