11:47 pm, Saturday, 21 December 2024

তলানিতে নামলো রুপির মান, অর্থনীতিতে চাপের মুখে ভারত

  • Akram
  • Update Time : 07:04:53 pm, Thursday, 19 December 2024
  • 53

তলানিতে নামলো রুপির মান, অর্থনীতিতে চাপের মুখে ভারত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রা রুপির মান সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। এক ডলারের বিপরীতে রুপির দর নেমে এসেছে ৮৫.০৬-এ। ফেডারেল রিজার্ভ আগামী বছর সুদের হার কমানোর ইঙ্গিত দেওয়ার পর, বৃহস্পতিবার প্রথমবারের মতো রুপির এই ঐতিহাসিক নিম্নগতি দেখা গেছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রা রুপির দর পতন চলছেই। এর মধ্যে বৃহস্পতিবার মুদ্রাটি ইতিহাসের সর্বনিম্ন অবস্থানে নেমে আসে। এদিন ভারতীয় মুদ্রার দর কমে প্রতি ডলার হয় ৮৫.০৬ রুপি।

এর আগে বুধবার (১৮ ডিসেম্বর) ১ ডলারের বিপরীতে রুপির মূল্য দাঁড়ায় ৮৪ দশমিক ৯৫। দিনের মাঝামাঝি যা ৮৪ দশমিক ৯৬ রুপিতে উঠে গিয়েছিল। মঙ্গলবার ৮৪ দশমিক ৯০ রুপিতে বন্ধ হয়েছিল বৈদেশিক মুদ্রা লেনদেনের বাজার। ভারতের মুদ্রার দরপতনের সঙ্গে শেয়ার সূচকেরও পতন হচ্ছে।

মূলত জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ভারতের প্রবৃদ্ধির হার কমে যাওয়া, ভারতের শেয়ারবাজার থেকে বিপুল পরিমাণে বিদেশি বিনিয়োগ চলে যাওয়া ও ভারতের বাণিজ্যঘাটতি বৃদ্ধি পাওয়ার কারণে রুপির দরপতন হচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ইকোনমিক টাইমস।

Write Your Comment

About Author Information

Akram

কনক্রিট হল ব্লক- বাড়ির শক্ত ভিতের জন্য সেরা পছন্দ

তলানিতে নামলো রুপির মান, অর্থনীতিতে চাপের মুখে ভারত

Update Time : 07:04:53 pm, Thursday, 19 December 2024

মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রা রুপির মান সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। এক ডলারের বিপরীতে রুপির দর নেমে এসেছে ৮৫.০৬-এ। ফেডারেল রিজার্ভ আগামী বছর সুদের হার কমানোর ইঙ্গিত দেওয়ার পর, বৃহস্পতিবার প্রথমবারের মতো রুপির এই ঐতিহাসিক নিম্নগতি দেখা গেছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রা রুপির দর পতন চলছেই। এর মধ্যে বৃহস্পতিবার মুদ্রাটি ইতিহাসের সর্বনিম্ন অবস্থানে নেমে আসে। এদিন ভারতীয় মুদ্রার দর কমে প্রতি ডলার হয় ৮৫.০৬ রুপি।

এর আগে বুধবার (১৮ ডিসেম্বর) ১ ডলারের বিপরীতে রুপির মূল্য দাঁড়ায় ৮৪ দশমিক ৯৫। দিনের মাঝামাঝি যা ৮৪ দশমিক ৯৬ রুপিতে উঠে গিয়েছিল। মঙ্গলবার ৮৪ দশমিক ৯০ রুপিতে বন্ধ হয়েছিল বৈদেশিক মুদ্রা লেনদেনের বাজার। ভারতের মুদ্রার দরপতনের সঙ্গে শেয়ার সূচকেরও পতন হচ্ছে।

মূলত জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ভারতের প্রবৃদ্ধির হার কমে যাওয়া, ভারতের শেয়ারবাজার থেকে বিপুল পরিমাণে বিদেশি বিনিয়োগ চলে যাওয়া ও ভারতের বাণিজ্যঘাটতি বৃদ্ধি পাওয়ার কারণে রুপির দরপতন হচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ইকোনমিক টাইমস।