10:18 pm, Thursday, 21 August 2025

সাকিব আল হাসানকে আদালতে হাজির হতে নির্দেশ

সাকিব আল হাসানকে আদালতে হাজির হতে নির্দেশ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

আইএফআইসি ব্যাংকের চেক ডিজঅনার মামলায় ক্রিকেটার সাকিব আল হাসানসহ চারজনের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। আগামী ১৮ জানুয়ারি সাকিবকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালত এ নির্দেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী খন্দকার শাহরিয়ার আলম জানান, সাকিব আল হাসানের বিরুদ্ধে গত ১৫ ডিসেম্বর একটি চেক ডিসঅনারের মামলা হয়। এ মামলায় শুনানি শেষে আজ আদালত সাকিবের বিরুদ্ধে সমন জারি করেন।

মামলায় অন্য আসামিরা হলেন – সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্মের ব্যবস্থাপনা পরিচালক গাজী শাহাগীর হোসাইন, পরিচালক ইমদাদুল হক ও মালাইকার বেগম। মামলায় সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্মকেও আসামি করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর সংশ্লিষ্ট ব্যাংকের রিলেশনশিপ অফিসার সাহিবুর রহমান বাদী হয়ে আদালতে এ মামলা দায়ের করেন।

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

যে শিক্ষা আমাদের গোলাম করে রাখে তা দিয়ে কী করব: ফরহাদ মজহার

সাকিব আল হাসানকে আদালতে হাজির হতে নির্দেশ

Update Time : 04:23:27 pm, Wednesday, 18 December 2024

আইএফআইসি ব্যাংকের চেক ডিজঅনার মামলায় ক্রিকেটার সাকিব আল হাসানসহ চারজনের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। আগামী ১৮ জানুয়ারি সাকিবকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালত এ নির্দেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী খন্দকার শাহরিয়ার আলম জানান, সাকিব আল হাসানের বিরুদ্ধে গত ১৫ ডিসেম্বর একটি চেক ডিসঅনারের মামলা হয়। এ মামলায় শুনানি শেষে আজ আদালত সাকিবের বিরুদ্ধে সমন জারি করেন।

মামলায় অন্য আসামিরা হলেন – সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্মের ব্যবস্থাপনা পরিচালক গাজী শাহাগীর হোসাইন, পরিচালক ইমদাদুল হক ও মালাইকার বেগম। মামলায় সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্মকেও আসামি করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর সংশ্লিষ্ট ব্যাংকের রিলেশনশিপ অফিসার সাহিবুর রহমান বাদী হয়ে আদালতে এ মামলা দায়ের করেন।