8:08 pm, Sunday, 22 December 2024

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক

  • Akram
  • Update Time : 08:23:49 pm, Monday, 16 December 2024
  • 31

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসা আওয়ামী লীগের ৮ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। নাশকতার অভিযোগে ওই নেতাকর্মীদের আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে তাদের আটক করা হয়। আশুলিয়া থানার ওসি আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতদের মধ্যে ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান মাহবুব এবং ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামের কর্মী মিল্টনের নাম জানা গেলেও বাকিদের পরিচয় পাওয়া যায়নি।

জানা গেছে, বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে আসেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহাবুবর রহমান। তার নেতৃত্বে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য সাইফুল ইসলামের কর্মীরা স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসেন। তারা পরিদর্শন ছাউনির পাশে জড়ো হচ্ছিলেন। খবর পেয়ে ডিবি ও আশুলিয়া থানা পুলিশ কয়েকজনকে আটক করে।

আশুলিয়া থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানসহ বেশ কয়েকজন নেতাকর্মী নাশকতার উদ্দেশ্যে জাতীয় স্মৃতিসৌধে এসেছেন— এমন খবরের ভিত্তিতে দুপুর ১টার দিকে ডিএমপির ডিবি পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে ৮ আটজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Write Your Comment

About Author Information

Akram

কনক্রিট হল ব্লক- বাড়ির শক্ত ভিতের জন্য সেরা পছন্দ

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক

Update Time : 08:23:49 pm, Monday, 16 December 2024

মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসা আওয়ামী লীগের ৮ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। নাশকতার অভিযোগে ওই নেতাকর্মীদের আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে তাদের আটক করা হয়। আশুলিয়া থানার ওসি আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতদের মধ্যে ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান মাহবুব এবং ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামের কর্মী মিল্টনের নাম জানা গেলেও বাকিদের পরিচয় পাওয়া যায়নি।

জানা গেছে, বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে আসেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহাবুবর রহমান। তার নেতৃত্বে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য সাইফুল ইসলামের কর্মীরা স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসেন। তারা পরিদর্শন ছাউনির পাশে জড়ো হচ্ছিলেন। খবর পেয়ে ডিবি ও আশুলিয়া থানা পুলিশ কয়েকজনকে আটক করে।

আশুলিয়া থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানসহ বেশ কয়েকজন নেতাকর্মী নাশকতার উদ্দেশ্যে জাতীয় স্মৃতিসৌধে এসেছেন— এমন খবরের ভিত্তিতে দুপুর ১টার দিকে ডিএমপির ডিবি পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে ৮ আটজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।