কলাবাগান থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় ছাত্রলীগের সাবেক সহসভাপতি নিশীতা ইকবাল নদী এবং ঢাবির বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলফাত আরা কাজলসহ চারজনকে দুই দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।
রবিবার (১৫ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এ আদেশ দেন।
রিমান্ডে পাওয়া অন্যরা হলেন- বেসরকারি বিশ্ববিদ্যালয় এআইইউবির ছাত্রলীগকর্মী শোভন মজুমদার ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগকর্মী হাসান ইমান শোভন।
এদিন আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কলাবাগান থানার এসআই তারেক মোহাম্মদ মাসুম।
রাষ্ট্রপক্ষের পিপি ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ডের আদেশ দেন।