2:40 pm, Sunday, 22 December 2024

সেলফি তুলতে গিয়ে ট্রেন থেকে পড়ে গেলেন নারী, তারপর…

  • Akram
  • Update Time : 02:34:13 pm, Friday, 13 December 2024
  • 30

সেলফি তুলতে গিয়ে ট্রেন থেকে পড়ে গেলেন নারী, তারপর

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমানে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে এক পর্যটক ট্রেনের বাইরে পোজ দিতে গিয়ে সেলফি তোলার চেষ্টা করছিলেন। এই ঝুঁকিপূর্ণ মুহূর্তটি ক্যামেরাবন্দি হওয়ার পর তা দ্রুত ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, সেলফি তুলতে গিয়ে তার হঠাৎ পড়ে যাওয়ার ভয়ানক দৃশ্য, যা জীবন বিপদের মুখে ফেলার মতো এক ঘটনা।

ভিডিওতে দেখা যায়, চীনের এক নারী পর্যটক ট্রেনের হাতল ধরে বাইরে ঝুলে ঝুলে যাচ্ছেন। এই দৃশ্যের সেলফি নেয়ার সময় বাতাসে নিজেকে মেলে ধরার পোজ দেন পর্যটক। এ সময় তার চুল উড়ছিল, চোখ বন্ধ ছিল। হঠাৎ গাছের ডালের সঙ্গে মাথায় ধাক্কা খেয়ে ভারসাম্য হারিয়ে ফেলেন। এরপর নিচে পড়ে যান ওই পর্যটক। খবর এনডিটিভির।

একজন এক্স ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে লিখেছেন, ‘একজন চীনা পর্যটক শ্রীলঙ্কার উপকূলীয় রেললাইনে ভ্রমণ করার সময় একটি হৃদয়বিদারক ঘটনা ঘটে। ভিডিও রেকর্ড করার চেষ্টা করার সময় একটি গাছের ডালে ধাক্কা খেয়ে ট্রেন থেকে পড়ে যান।’

সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, ট্রেনটি পরের স্টেশনে থামলে কয়েকজন সহযাত্রী ওই নারী পর্যটককে সাহায্য করতে দুর্ঘটনাস্থলে ফিরে আসেন। ট্রেন থেকে পড়ে গিয়ে তিনি ঝোপঝাড়ের ওপর পড়ে সৌভাগ্যবশত বেঁচে যান।

পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, ‘সৌভাগ্যবশত তিনি একটি ঝোপের ওপর পড়েছেন এবং অলৌকিকভাবে বেঁচে গেছেন। পুলিশ নিশ্চিত করেছে যে তার তেমন কোন ক্ষতি হয়নি।’

এ ঘটনার পর স্থানীয় পুলিশ ট্রেনের যাত্রীদের আরো সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এবং চারপাশের অবস্থা সম্পর্কে লক্ষ রাখার আহ্বান জানিয়েছে।

Write Your Comment

About Author Information

Akram

কনক্রিট হল ব্লক- বাড়ির শক্ত ভিতের জন্য সেরা পছন্দ

সেলফি তুলতে গিয়ে ট্রেন থেকে পড়ে গেলেন নারী, তারপর…

Update Time : 02:34:13 pm, Friday, 13 December 2024

সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমানে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে এক পর্যটক ট্রেনের বাইরে পোজ দিতে গিয়ে সেলফি তোলার চেষ্টা করছিলেন। এই ঝুঁকিপূর্ণ মুহূর্তটি ক্যামেরাবন্দি হওয়ার পর তা দ্রুত ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, সেলফি তুলতে গিয়ে তার হঠাৎ পড়ে যাওয়ার ভয়ানক দৃশ্য, যা জীবন বিপদের মুখে ফেলার মতো এক ঘটনা।

ভিডিওতে দেখা যায়, চীনের এক নারী পর্যটক ট্রেনের হাতল ধরে বাইরে ঝুলে ঝুলে যাচ্ছেন। এই দৃশ্যের সেলফি নেয়ার সময় বাতাসে নিজেকে মেলে ধরার পোজ দেন পর্যটক। এ সময় তার চুল উড়ছিল, চোখ বন্ধ ছিল। হঠাৎ গাছের ডালের সঙ্গে মাথায় ধাক্কা খেয়ে ভারসাম্য হারিয়ে ফেলেন। এরপর নিচে পড়ে যান ওই পর্যটক। খবর এনডিটিভির।

একজন এক্স ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে লিখেছেন, ‘একজন চীনা পর্যটক শ্রীলঙ্কার উপকূলীয় রেললাইনে ভ্রমণ করার সময় একটি হৃদয়বিদারক ঘটনা ঘটে। ভিডিও রেকর্ড করার চেষ্টা করার সময় একটি গাছের ডালে ধাক্কা খেয়ে ট্রেন থেকে পড়ে যান।’

সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, ট্রেনটি পরের স্টেশনে থামলে কয়েকজন সহযাত্রী ওই নারী পর্যটককে সাহায্য করতে দুর্ঘটনাস্থলে ফিরে আসেন। ট্রেন থেকে পড়ে গিয়ে তিনি ঝোপঝাড়ের ওপর পড়ে সৌভাগ্যবশত বেঁচে যান।

পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, ‘সৌভাগ্যবশত তিনি একটি ঝোপের ওপর পড়েছেন এবং অলৌকিকভাবে বেঁচে গেছেন। পুলিশ নিশ্চিত করেছে যে তার তেমন কোন ক্ষতি হয়নি।’

এ ঘটনার পর স্থানীয় পুলিশ ট্রেনের যাত্রীদের আরো সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এবং চারপাশের অবস্থা সম্পর্কে লক্ষ রাখার আহ্বান জানিয়েছে।