3:27 pm, Sunday, 22 December 2024

ভিসার নিয়ম সহজ করল অস্ট্রেলিয়া

  • Akram
  • Update Time : 07:25:21 pm, Tuesday, 10 December 2024
  • 29

ভিসার নিয়ম সহজ করল অস্ট্রেলিয়া

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

অস্ট্রেলিয়া শিক্ষার্থীদের জন্য ভিসার নিয়ম কঠিন করতে থাকলেও, এবার কর্মীদের জন্য ভিসার নিয়ম শিথিল করেছে দেশটি। নতুনভাবে অস্ট্রেলিয়ায় অভিবাসন ব্যবস্থায় চালু হয়েছে “স্কিলস ইন ডিমান্ড” বা এসআইডি নামে একটি নতুন কাজের ভিসা (ওয়ার্ক ভিসা)। এদিকে, ৭ ডিসেম্বর থেকে আগের টেম্পোরারি স্কিল শর্টেজ (টিএসএস) ভিসা বাতিল করা হয়েছে।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ বলছে, তিনটি স্ট্রিম নিয়ে এবারের স্কিলস ইন ডিমান্ড’ বা এসআইডি চালু করেছে অস্ট্রেলিয়া। এর আওতায় বিদেশিরা দেশটিতে কাজ ও থাকার সুবিধা পাবেন।

অস্ট্রেলিয়ার ডিপার্টমেন্ট অব হোম অ্যাফেয়ার্স থেকে সম্প্রতি জানানো হয়। এসআইডির আওতায় ভিসাধারীরা মেয়াদ থাকার সময়ের মধ্যে যতবার ইচ্ছা অস্ট্রেলিয়া আসা-যাওয়া করতে পারবেন। এমনকি কাজের অভিজ্ঞতা এক বছর হলেও ভিসার জন্য আবেদন করতে পারবেন। এতে করে কম দক্ষ কর্মীরাও ভিসা পেতে পারবেন।

ইংরেজি জানার ব্যাপারটি এখনো নিয়মের মধ্যে রাখা হয়েছে। আগের মতোই এই দক্ষতা দেখাতে হবে। ইংরেজি জানতেই হবে, এ ছাড়া কোনো বিকল্প নেই। তবে, কম বেতনের চাকরিতে আবেদনের সুযোগ রয়েছে এবার।

পাশাপাশি নতুন ভিসার জন্য ৪৫০টির বেশি পেশার তালিকাও প্রকাশ করেছে অস্ট্রেলিয়ার অভিবাসন বিভাগ। অভিবাসন আইনজীবীরা বলছেন, আগের তুলনায় এ ভিসাপ্রক্রিয়া সহজ হবে।

তবে নতুন তালিকায় বাদ পড়েছে আগের তালিকার জনপ্রিয় বেশ কিছু পেশা, যেমন রেস্তোরাঁ ব্যবস্থাপক, সেলুন ব্যবস্থাপক ইত্যাদি। রাখা হয়েছে স্বাস্থ্য, প্রযুক্তি, নির্মাণসহ বিভিন্ন খাতের চাকরি।

Write Your Comment

About Author Information

Akram

কনক্রিট হল ব্লক- বাড়ির শক্ত ভিতের জন্য সেরা পছন্দ

ভিসার নিয়ম সহজ করল অস্ট্রেলিয়া

Update Time : 07:25:21 pm, Tuesday, 10 December 2024

অস্ট্রেলিয়া শিক্ষার্থীদের জন্য ভিসার নিয়ম কঠিন করতে থাকলেও, এবার কর্মীদের জন্য ভিসার নিয়ম শিথিল করেছে দেশটি। নতুনভাবে অস্ট্রেলিয়ায় অভিবাসন ব্যবস্থায় চালু হয়েছে “স্কিলস ইন ডিমান্ড” বা এসআইডি নামে একটি নতুন কাজের ভিসা (ওয়ার্ক ভিসা)। এদিকে, ৭ ডিসেম্বর থেকে আগের টেম্পোরারি স্কিল শর্টেজ (টিএসএস) ভিসা বাতিল করা হয়েছে।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ বলছে, তিনটি স্ট্রিম নিয়ে এবারের স্কিলস ইন ডিমান্ড’ বা এসআইডি চালু করেছে অস্ট্রেলিয়া। এর আওতায় বিদেশিরা দেশটিতে কাজ ও থাকার সুবিধা পাবেন।

অস্ট্রেলিয়ার ডিপার্টমেন্ট অব হোম অ্যাফেয়ার্স থেকে সম্প্রতি জানানো হয়। এসআইডির আওতায় ভিসাধারীরা মেয়াদ থাকার সময়ের মধ্যে যতবার ইচ্ছা অস্ট্রেলিয়া আসা-যাওয়া করতে পারবেন। এমনকি কাজের অভিজ্ঞতা এক বছর হলেও ভিসার জন্য আবেদন করতে পারবেন। এতে করে কম দক্ষ কর্মীরাও ভিসা পেতে পারবেন।

ইংরেজি জানার ব্যাপারটি এখনো নিয়মের মধ্যে রাখা হয়েছে। আগের মতোই এই দক্ষতা দেখাতে হবে। ইংরেজি জানতেই হবে, এ ছাড়া কোনো বিকল্প নেই। তবে, কম বেতনের চাকরিতে আবেদনের সুযোগ রয়েছে এবার।

পাশাপাশি নতুন ভিসার জন্য ৪৫০টির বেশি পেশার তালিকাও প্রকাশ করেছে অস্ট্রেলিয়ার অভিবাসন বিভাগ। অভিবাসন আইনজীবীরা বলছেন, আগের তুলনায় এ ভিসাপ্রক্রিয়া সহজ হবে।

তবে নতুন তালিকায় বাদ পড়েছে আগের তালিকার জনপ্রিয় বেশ কিছু পেশা, যেমন রেস্তোরাঁ ব্যবস্থাপক, সেলুন ব্যবস্থাপক ইত্যাদি। রাখা হয়েছে স্বাস্থ্য, প্রযুক্তি, নির্মাণসহ বিভিন্ন খাতের চাকরি।