1:03 pm, Sunday, 22 December 2024

এমএলএসের বর্ষসেরা ফুটবলার মেসি

  • Akram
  • Update Time : 09:15:19 am, Saturday, 7 December 2024
  • 25

এমএলএসের বর্ষসেরা ফুটবলার মেসি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ইন্টার মায়ামির তারকা ফুটবলার লিওনেল মেসি এবার মেজর লিগ সকারের (এমএলএস) ‘ল্যান্ডন ডোনোভ্যান মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ পুরস্কার জিতে নিলেন। অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে মায়ামির প্রথম পূর্ণ মৌসুমেই এই সম্মান অর্জন করলেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর।

২০২৩ সালের জুনে পিএসজি থেকে ইন্টার মায়ামিতে যোগ দেয়া মেসি চোট এবং জাতীয় দলের ব্যস্ততার কারণে ৬২ দিন দলের বাইরে ছিলেন। তবুও তিনি মৌসুমে ১৯ ম্যাচ খেলে ২০ গোল এবং ১৬ অ্যাসিস্ট করেন, যা তাকে সবার থেকে আলাদা করেছে। এই অসাধারণ পারফরম্যান্সে ৩৪.৪৩ শতাংশ ভোট পেয়ে এমএলএসের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হন মেসি। দ্বিতীয় স্থানে থাকা কলাম্বাস ক্রুর কুচো এর্নান্দেস পান ৩৩.৭০ শতাংশ ভোট।

ইন্টার মায়ামির ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে এই মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন মেসি। তার নেতৃত্বে মায়ামি প্রথমবারের মতো সাপোর্টার্স শিল্ড জয়ের গৌরব অর্জন করে। ইস্টার্ন কনফারেন্সে তারা ২২ জয় ও ৮ ড্রয়ের মাধ্যমে ৭৪ পয়েন্ট সংগ্রহ করে একটি রেকর্ড গড়ে।

তবে, এমএলএস কাপে সাফল্যের স্বাদ পায়নি মেসি ও তার দল। প্লে-অফের প্রথম রাউন্ডেই হেরে বিদায় নিতে হয় তাদের। পুরস্কার হাতে নিয়ে মেসি এ আক্ষেপের কথাই তুলে ধরেন।

তিনি বলেন, আমি এই পুরস্কারটি অন্য এক পরিস্থিতিতে পেতে চাই, যেমন শনিবারের ফাইনালে খেলে। এই বছর এমএলএস চ্যাম্পিয়ন হওয়ার অনেক বড় স্বপ্ন ছিল আমাদের। এবার সেটা পূর্ণ হয়নি, তবে আগামী বছর আমরা আরও শক্তিশালী হয়ে আবার চেষ্টা করব।

এদিকে, শনিবার এমএলএস কাপের ফাইনালে মুখোমুখি হবে এলএ গ্যালাক্সি ও নিউ ইয়র্ক রেড বুলস। মেসির দল না থাকলেও ফুটবলপ্রেমীদের জন্য উত্তেজনা থাকছে ম্যাচ ঘিরে।

Write Your Comment

About Author Information

Akram

কনক্রিট হল ব্লক- বাড়ির শক্ত ভিতের জন্য সেরা পছন্দ

এমএলএসের বর্ষসেরা ফুটবলার মেসি

Update Time : 09:15:19 am, Saturday, 7 December 2024

ইন্টার মায়ামির তারকা ফুটবলার লিওনেল মেসি এবার মেজর লিগ সকারের (এমএলএস) ‘ল্যান্ডন ডোনোভ্যান মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ পুরস্কার জিতে নিলেন। অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে মায়ামির প্রথম পূর্ণ মৌসুমেই এই সম্মান অর্জন করলেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর।

২০২৩ সালের জুনে পিএসজি থেকে ইন্টার মায়ামিতে যোগ দেয়া মেসি চোট এবং জাতীয় দলের ব্যস্ততার কারণে ৬২ দিন দলের বাইরে ছিলেন। তবুও তিনি মৌসুমে ১৯ ম্যাচ খেলে ২০ গোল এবং ১৬ অ্যাসিস্ট করেন, যা তাকে সবার থেকে আলাদা করেছে। এই অসাধারণ পারফরম্যান্সে ৩৪.৪৩ শতাংশ ভোট পেয়ে এমএলএসের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হন মেসি। দ্বিতীয় স্থানে থাকা কলাম্বাস ক্রুর কুচো এর্নান্দেস পান ৩৩.৭০ শতাংশ ভোট।

ইন্টার মায়ামির ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে এই মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন মেসি। তার নেতৃত্বে মায়ামি প্রথমবারের মতো সাপোর্টার্স শিল্ড জয়ের গৌরব অর্জন করে। ইস্টার্ন কনফারেন্সে তারা ২২ জয় ও ৮ ড্রয়ের মাধ্যমে ৭৪ পয়েন্ট সংগ্রহ করে একটি রেকর্ড গড়ে।

তবে, এমএলএস কাপে সাফল্যের স্বাদ পায়নি মেসি ও তার দল। প্লে-অফের প্রথম রাউন্ডেই হেরে বিদায় নিতে হয় তাদের। পুরস্কার হাতে নিয়ে মেসি এ আক্ষেপের কথাই তুলে ধরেন।

তিনি বলেন, আমি এই পুরস্কারটি অন্য এক পরিস্থিতিতে পেতে চাই, যেমন শনিবারের ফাইনালে খেলে। এই বছর এমএলএস চ্যাম্পিয়ন হওয়ার অনেক বড় স্বপ্ন ছিল আমাদের। এবার সেটা পূর্ণ হয়নি, তবে আগামী বছর আমরা আরও শক্তিশালী হয়ে আবার চেষ্টা করব।

এদিকে, শনিবার এমএলএস কাপের ফাইনালে মুখোমুখি হবে এলএ গ্যালাক্সি ও নিউ ইয়র্ক রেড বুলস। মেসির দল না থাকলেও ফুটবলপ্রেমীদের জন্য উত্তেজনা থাকছে ম্যাচ ঘিরে।