12:59 pm, Monday, 23 December 2024

নাহিদ-আসিফের রুটি বানানোর ছবি ভাইরাল

  • Akram
  • Update Time : 12:45:00 pm, Friday, 6 December 2024
  • 33

নাহিদ-আসিফের রুটি বানানোর ছবি ভাইরাল

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দুজন ব্যক্তির রুটি বানানোর একটি ছবি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ছবিতে দেখা যাচ্ছে দুজনকে, যাদের পরিচয় দেওয়া হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম হিসেবে।

তবে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) আন্তর্জাতিক ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, আসল ছবিটি এআই প্রযুক্তি ব্যবহার করে সম্পাদিত হয়েছে। এতে অন্যদের শরীরে আসিফ ও নাহিদের মুখ সংযোজন করা হয়েছে।

প্রতিবেদনে প্রতিষ্ঠানটি জানায়, রুটি বানানোর ভাইরাল ছবিটি উপদেষ্টা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামের নয়, বরং ছবিটি ভিন্ন দুই শিক্ষার্থীর। প্রকৃতপক্ষে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইফুদ্দিন আহমেদ রিফাত ও তার বন্ধু মো. সাইফুল্লাহ আল হাদীর এই ছবিটি ক্যাম্পাসের পাশে মেসে থাকাকালীন ২০২২ সালে ধারণকৃত।

রিউমর স্ক্যানার জানায়, এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইফুদ্দিন আহমেদ রিফাত এর ফেসবুক অ্যাকাউন্টে ২০২২ সালের ২৭ জুলাই প্রকাশিত একটি পোস্টে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়। ওই ছবিতে দুজন তরুণকে রুটি বানাতে দেখা যায়।

ছবিটির বিষয়ে বিস্তারিত জানতে পোস্টদাতা কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইফুদ্দিন আহমেদ রিফাতের সাথে যোগাযোগ করা হয়। ছবি প্রসঙ্গে তিনি বলেন, ছবিটা আমাদেরই। আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ক্যাম্পাস পার্শ্ববর্তী মেসে থাকাকালীন ২৭ জুলাই ২০২২ দুই বন্ধু মিলে রুটি বানাচ্ছিলাম, সেই ছবি।’

অর্থাৎ, আলোচিত এই ছবিটি উপদেষ্টা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামের নয়। কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিন্ন দুই শিক্ষার্থীর ছবিকে উপদেষ্টা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামের ছবি দাবিতে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

Write Your Comment

About Author Information

Akram

নাহিদ-আসিফের রুটি বানানোর ছবি ভাইরাল

Update Time : 12:45:00 pm, Friday, 6 December 2024

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দুজন ব্যক্তির রুটি বানানোর একটি ছবি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ছবিতে দেখা যাচ্ছে দুজনকে, যাদের পরিচয় দেওয়া হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম হিসেবে।

তবে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) আন্তর্জাতিক ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, আসল ছবিটি এআই প্রযুক্তি ব্যবহার করে সম্পাদিত হয়েছে। এতে অন্যদের শরীরে আসিফ ও নাহিদের মুখ সংযোজন করা হয়েছে।

প্রতিবেদনে প্রতিষ্ঠানটি জানায়, রুটি বানানোর ভাইরাল ছবিটি উপদেষ্টা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামের নয়, বরং ছবিটি ভিন্ন দুই শিক্ষার্থীর। প্রকৃতপক্ষে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইফুদ্দিন আহমেদ রিফাত ও তার বন্ধু মো. সাইফুল্লাহ আল হাদীর এই ছবিটি ক্যাম্পাসের পাশে মেসে থাকাকালীন ২০২২ সালে ধারণকৃত।

রিউমর স্ক্যানার জানায়, এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইফুদ্দিন আহমেদ রিফাত এর ফেসবুক অ্যাকাউন্টে ২০২২ সালের ২৭ জুলাই প্রকাশিত একটি পোস্টে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়। ওই ছবিতে দুজন তরুণকে রুটি বানাতে দেখা যায়।

ছবিটির বিষয়ে বিস্তারিত জানতে পোস্টদাতা কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইফুদ্দিন আহমেদ রিফাতের সাথে যোগাযোগ করা হয়। ছবি প্রসঙ্গে তিনি বলেন, ছবিটা আমাদেরই। আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ক্যাম্পাস পার্শ্ববর্তী মেসে থাকাকালীন ২৭ জুলাই ২০২২ দুই বন্ধু মিলে রুটি বানাচ্ছিলাম, সেই ছবি।’

অর্থাৎ, আলোচিত এই ছবিটি উপদেষ্টা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামের নয়। কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিন্ন দুই শিক্ষার্থীর ছবিকে উপদেষ্টা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামের ছবি দাবিতে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।