পিরোজপুরের ভান্ডারিয়া যুব মহিলা লীগের নেত্রী আসমা সুলতানা যুথীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) রাতে ভান্ডারিয়ায় তাঁর নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পিরোজপুর সদর থানার ওসি আব্দুস সোবাহান বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, গ্রেপ্তার হওয়া আসমা সুলতানা যুথী (৩৭) ভান্ডারিয়ার শহরে মো. আজাদ জোমাদ্দারের মেয়ে। তিনি ভান্ডারিয়া যুব মহিলা লীগের সভাপতি হিসেবে দায়িত্ব আছেন।
ওসি আব্দুস সোবাহান জানান, বুধবার রাতে উপজেলায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েদা পুলিশ (ডিবি) ও সদর থানা পুলিশের যৌথ দল। এ সময় ককটেল বিস্ফোরণ করে পিরোজপুর বিএনপি অফিস ভাঙচুর মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ আনওয়ার বলেন, ‘যুথীর বিরুদ্ধে ভান্ডারিয়া ও পিরোজপুর থানায় একাধিক মামলা রয়েছে। তাকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।’