5:49 pm, Sunday, 22 December 2024

নিলামে ৭২ কোটি টাকায় কেনা সেই কলা খেয়ে ফেললেন ক্রেতা

  • Akram
  • Update Time : 07:23:15 pm, Friday, 29 November 2024
  • 76

নিলামে ৭২ কোটি টাকায় কেনা সেই কলা খেয়ে ফেললেন ক্রেতা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

গত সপ্তাহে নিউইয়র্কের ম্যানহাটনে একটি ধূসর রঙের স্কচটেপ দিয়ে তৈরি ‘কলার শিল্পকর্ম’ বিক্রি হয়েছে ৬.২ মিলিয়ন ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭২ কোটি টাকার সমান। আশ্চর্যজনকভাবে, এই কলাটি মাত্র ৩৫ সেন্ট (৪২ টাকায়) দামে একটি বাংলাদেশি ফল ব্যবসায়ী থেকে কেনা হয়েছিল। পরে এটি স্কচটেপ দিয়ে দেওয়ালে সেঁটে দেওয়া হয় এবং এটি ‘শিল্পকর্ম’ হিসেবে পরিচিতি পায়।

নিলামের মাধ্যমে এই ‘শিল্পকর্ম কলাটি’ কেনেন চীনা বংশোদ্ভূত ক্রিপ্টোকারেন্সি ব্যবসায়ী জাস্টিন মুন। ওই সময় তিনি জানান কলাটি তিনি খেয়ে ফেলবেন। নিজের দেওয়া সেই কথা রেখেছেন জাস্টিন মুন। তিনি ৭২ কোটি টাকায় কেনা সেই কলাটি সত্যিই খেয়ে ফেলেছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি শুক্রবার (২৯ নভেম্বর) জানিয়েছে, তিনি হংকংয়ে সংবাদ সম্মেলন ডেকে সাংবাদিকদের সামনে কলাটি খেয়েছেন।

২০১৯ সালে সর্বপ্রথম এই অদ্ভুত শিল্পকর্মটি সামনে আসে। এটি তৈরি করেন মারিজিও ক্যাটেলান।

যখনই কোনো প্রদর্শনীতে এই ‘শিল্পকর্মটি’ নিয়ে যাওয়া হয় তার আগে কলাটি পরিবর্তন করা হয়। চীনা বংশোদ্ভূত জাস্টিন সান মূলত এই অদ্ভুত শিল্পকর্মটির প্রদর্শনীর স্বত্ব কিনেছেন। কীভাবে এটি প্রদর্শন করতে হবে সেই ব্যাপারেও তাকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে। গত সপ্তাহে শিল্পকর্মটি নিলামে তোলার আগে সেখানে নতুন কলা নেওয়া হয়। আর এই কলাটি এক বাংলাদেশির কাছ থেকে ৪২ টাকায় কেনা হয়।

এর আগেই এই শিল্পকর্মের প্রদর্শনীতে রাখা কলা খেয়ে ফেলার ঘটনা ঘটেছিল। প্রথমবার ২০১৯ সালে একজন পারফরমেন্স আর্টিস্ট। দ্বিতীয়বার ২০২৩ সালে দক্ষিণ কোরিয়ার এক শিক্ষার্থী কলাটি দেওয়াল থেকে খুলে খেয়ে ফেলেন। তবে এরজন্য ৭২ কোটি টাকা তো দূরের কথা এক টাকাও তাদের দিতে হয়নি।

জাস্টিন সান একটি প্রতিষ্ঠান চালান যেটির ব্যবহারকারীরা ক্রিপ্টোকারেন্সিতে ব্যবসা করতে পারেন। ধারণা করা হচ্ছে নিজের প্রতিষ্ঠানের প্রচার-প্রচারণার স্বার্থে তিনি হয়ত কলাটি এত দাম দিয়ে কিনেছেন। সূত্র: বিবিসি

Write Your Comment

About Author Information

Akram

কনক্রিট হল ব্লক- বাড়ির শক্ত ভিতের জন্য সেরা পছন্দ

নিলামে ৭২ কোটি টাকায় কেনা সেই কলা খেয়ে ফেললেন ক্রেতা

Update Time : 07:23:15 pm, Friday, 29 November 2024

গত সপ্তাহে নিউইয়র্কের ম্যানহাটনে একটি ধূসর রঙের স্কচটেপ দিয়ে তৈরি ‘কলার শিল্পকর্ম’ বিক্রি হয়েছে ৬.২ মিলিয়ন ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭২ কোটি টাকার সমান। আশ্চর্যজনকভাবে, এই কলাটি মাত্র ৩৫ সেন্ট (৪২ টাকায়) দামে একটি বাংলাদেশি ফল ব্যবসায়ী থেকে কেনা হয়েছিল। পরে এটি স্কচটেপ দিয়ে দেওয়ালে সেঁটে দেওয়া হয় এবং এটি ‘শিল্পকর্ম’ হিসেবে পরিচিতি পায়।

নিলামের মাধ্যমে এই ‘শিল্পকর্ম কলাটি’ কেনেন চীনা বংশোদ্ভূত ক্রিপ্টোকারেন্সি ব্যবসায়ী জাস্টিন মুন। ওই সময় তিনি জানান কলাটি তিনি খেয়ে ফেলবেন। নিজের দেওয়া সেই কথা রেখেছেন জাস্টিন মুন। তিনি ৭২ কোটি টাকায় কেনা সেই কলাটি সত্যিই খেয়ে ফেলেছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি শুক্রবার (২৯ নভেম্বর) জানিয়েছে, তিনি হংকংয়ে সংবাদ সম্মেলন ডেকে সাংবাদিকদের সামনে কলাটি খেয়েছেন।

২০১৯ সালে সর্বপ্রথম এই অদ্ভুত শিল্পকর্মটি সামনে আসে। এটি তৈরি করেন মারিজিও ক্যাটেলান।

যখনই কোনো প্রদর্শনীতে এই ‘শিল্পকর্মটি’ নিয়ে যাওয়া হয় তার আগে কলাটি পরিবর্তন করা হয়। চীনা বংশোদ্ভূত জাস্টিন সান মূলত এই অদ্ভুত শিল্পকর্মটির প্রদর্শনীর স্বত্ব কিনেছেন। কীভাবে এটি প্রদর্শন করতে হবে সেই ব্যাপারেও তাকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে। গত সপ্তাহে শিল্পকর্মটি নিলামে তোলার আগে সেখানে নতুন কলা নেওয়া হয়। আর এই কলাটি এক বাংলাদেশির কাছ থেকে ৪২ টাকায় কেনা হয়।

এর আগেই এই শিল্পকর্মের প্রদর্শনীতে রাখা কলা খেয়ে ফেলার ঘটনা ঘটেছিল। প্রথমবার ২০১৯ সালে একজন পারফরমেন্স আর্টিস্ট। দ্বিতীয়বার ২০২৩ সালে দক্ষিণ কোরিয়ার এক শিক্ষার্থী কলাটি দেওয়াল থেকে খুলে খেয়ে ফেলেন। তবে এরজন্য ৭২ কোটি টাকা তো দূরের কথা এক টাকাও তাদের দিতে হয়নি।

জাস্টিন সান একটি প্রতিষ্ঠান চালান যেটির ব্যবহারকারীরা ক্রিপ্টোকারেন্সিতে ব্যবসা করতে পারেন। ধারণা করা হচ্ছে নিজের প্রতিষ্ঠানের প্রচার-প্রচারণার স্বার্থে তিনি হয়ত কলাটি এত দাম দিয়ে কিনেছেন। সূত্র: বিবিসি