1:00 am, Tuesday, 16 September 2025

এক হাসনাতকে মারলে হাজারো হাসনাত দাঁড়িয়ে যেতে প্রস্তুত: সারজিস

এক হাসনাতকে মারলে হাজারো হাসনাত দাঁড়িয়ে যেতে প্রস্তুত: সারজিস

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ষড়যন্ত্র করে গাড়ি চাপা দিয়ে হত্যা করার চেষ্টা করে লাভ নেই বরং এক হাসনাতকে মারলে হাজারো হাসনাত এখন দাঁড়িয়ে যেতে প্রস্তুত। যাত্রাবাড়িতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাতের গাড়িতে চাপা দেওয়ার প্রতিক্রিয়ায় এসব কথা বলেছেন আরেক কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে এমন প্রতিক্রিয়া জানিয়ে নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে পোস্ট করেন তিনি।

সার্জিস আলম বলেন, চট্টগ্রাম থেকে গতকাল রাতেই অন্য গাড়িতে করে ঢাকা ব্যাক করলাম ৷ পথে হাসনাতকে কুমিল্লার বাসায় নামিয়ে দিয়ে এলাম৷ এখন শুনছি সকালে কুমিল্লা থেকে ঢাকা আসার পথে হাসনাতের গাড়িতে পেছন থেকে আবার অন্য গাড়ি দিয়ে চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে!

তিনি বলেন, এসব ষড়যন্ত্র করে আর কত? কয়জন হাসনাত মারবেন? মনে নাই সেই অভ্যুত্থানের দিনগুলোর কথা? একজনকে যখন বুলেটের আঘাতে লাশ বানিয়েছেন তখন সেই জায়গায় অন্যজন দাঁড়িয়ে গিয়েছে! কিন্তু পিছু হটেনি৷

ঠিক একইভাবে এক হাসনাতকে মারলে হাজারো হাসনাত এখন দাঁড়িয়ে যেতে প্রস্তুত৷ এই নতুন বাংলাদেশের চলার পথকে অবরুদ্ধ করার দুঃসাহস দেখাবেন না৷ এই তরুণ প্রজন্ম মাথা নোয়াবার নয়৷ আমরা মরতে শিখে গিয়েছি।

এর আগে, গতকাল রাতেই হাসনাত আব্দুল্লাহ পোস্ট করেন, মারবা? পারবা না। আমরা আবরার ও আলিফের উত্তরসূরী। মনে রেখো-শহীদেরা মরে না।

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

এক হাসনাতকে মারলে হাজারো হাসনাত দাঁড়িয়ে যেতে প্রস্তুত: সারজিস

Update Time : 10:31:57 pm, Thursday, 28 November 2024

ষড়যন্ত্র করে গাড়ি চাপা দিয়ে হত্যা করার চেষ্টা করে লাভ নেই বরং এক হাসনাতকে মারলে হাজারো হাসনাত এখন দাঁড়িয়ে যেতে প্রস্তুত। যাত্রাবাড়িতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাতের গাড়িতে চাপা দেওয়ার প্রতিক্রিয়ায় এসব কথা বলেছেন আরেক কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে এমন প্রতিক্রিয়া জানিয়ে নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে পোস্ট করেন তিনি।

সার্জিস আলম বলেন, চট্টগ্রাম থেকে গতকাল রাতেই অন্য গাড়িতে করে ঢাকা ব্যাক করলাম ৷ পথে হাসনাতকে কুমিল্লার বাসায় নামিয়ে দিয়ে এলাম৷ এখন শুনছি সকালে কুমিল্লা থেকে ঢাকা আসার পথে হাসনাতের গাড়িতে পেছন থেকে আবার অন্য গাড়ি দিয়ে চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে!

তিনি বলেন, এসব ষড়যন্ত্র করে আর কত? কয়জন হাসনাত মারবেন? মনে নাই সেই অভ্যুত্থানের দিনগুলোর কথা? একজনকে যখন বুলেটের আঘাতে লাশ বানিয়েছেন তখন সেই জায়গায় অন্যজন দাঁড়িয়ে গিয়েছে! কিন্তু পিছু হটেনি৷

ঠিক একইভাবে এক হাসনাতকে মারলে হাজারো হাসনাত এখন দাঁড়িয়ে যেতে প্রস্তুত৷ এই নতুন বাংলাদেশের চলার পথকে অবরুদ্ধ করার দুঃসাহস দেখাবেন না৷ এই তরুণ প্রজন্ম মাথা নোয়াবার নয়৷ আমরা মরতে শিখে গিয়েছি।

এর আগে, গতকাল রাতেই হাসনাত আব্দুল্লাহ পোস্ট করেন, মারবা? পারবা না। আমরা আবরার ও আলিফের উত্তরসূরী। মনে রেখো-শহীদেরা মরে না।