৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল নতুন করে প্রকাশ করা হয়েছে। এতে মোট ২১,৩৯৭ জন উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে পূর্বে উত্তীর্ণ ১০,৬৩৮ জন প্রার্থীর সঙ্গে আরও ১০,৭৫৯ জন প্রার্থী নতুন করে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেয়েছেন।
বুধবার (২৭ নভেম্বর) বিকেল ৪টা ৫০ মিনিটে এ ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত ৯ মে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এ পরীক্ষায় ১০ হাজার ৬৩৮ জন প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। এক্ষেত্রে সম্ভাব্য বৈষম্যদূরীকরণের লক্ষ্যে নির্বাচিত প্রার্থীদের সঙ্গে আরও সমসংখ্যক প্রার্থী লিখিত পরীক্ষার জন্য যোগ্য বিবেচনা করে পুনরায় ফলাফল ঘোষণার সিদ্ধান্ত গৃহীত হয়েছিল।
৪৬তম বিসিএস প্রিলির ফলাফলের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।