ঝিনাইদহে নাশকতা ও হত্যা মামলায় গ্রেফতার আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্যকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন আদালত। রোববার (২৪ নভেম্বর) বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এমরান হোসেন চৌধুরী এ জামিন আবেদন মঞ্জুর করেন।
জামিন পাওয়া ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ারদারকে দুই মামলায় ৭ দিনের এবং ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ নেতা তাহজীব আলম সিদ্দিকী সমিকে তিন মামলায় ২০ দিনের অন্তর্বর্তীকালীন জামিন দেয়া হয়।
জানা যায়, ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য নয়েব আলী জোয়ারদারকে গত ৪ আগস্ট জেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগের মামলা ও জেলা বিএনপির সভাপতির বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় মামলা করা হয়। ওই মামলায় গত ১২ সেপ্টেম্বর রাতে জেলা শহরের আরাপপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে র্যাব। পরে থানা পুলিশের রিমান্ড শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
এ দিকে গত ৭ নভেম্বর রাতে সাভারের নবীনগর এলাকা থেকে ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমিকে গ্রেফতার করে র্যাব। পরে পুলিশ তাকে ঝিনাইদহে এনে আদালতের মাধ্যমে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। পরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।
২০১৩ সালে ঝিনাইদহ শহরে জামায়াত কর্মী হত্যা মামলা ও চলতি বছরের ৪ আগস্ট জেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও জেলা বিএনপির সভাপতির বাড়িতে অগ্নিসংযোগের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এস এম মশিউর রহমান জানান, তাহজীব আলম সিদ্দিকী সমিকে তিন মামলায় এবং নায়েব আলী জোয়ারদারকে দুই মামলায় জামিন আবেদন করেন আসামিদের স্বজনরা। পরে শারীরিক অসুস্থতাজনিত নানা কারণে তাদের অন্তর্বর্তীকালীন জামিন মনজুর করেন আদালত।
নায়েব আলী জোয়ারদারকে চলতি বছরের ১ ডিসেম্বর এবং তাহজীব আলম সিদ্দিকী সমিকে ১৪ ডিসেম্বর পুনরায় আদালতে হাজির হতে হবে।