সীমান্ত এলাকায় অবস্থান নিয়েছে উত্তর কোরিয়ার হাজার হাজার সেনা, যারা যেকোনো মুহূর্তে যুদ্ধে অংশ নিতে প্রস্তুত। তবে, তাদের লক্ষ্য দক্ষিণ কোরিয়া নয়; বরং তারা রাশিয়ার পক্ষে ইউক্রেনের বিরুদ্ধে লড়াই করার জন্যই সীমান্তে মোতায়েন হয়েছে।
সীমান্তে উত্তর কোরিয়ার সেনা সমাবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করেছে খোদ যুক্তরাষ্ট্রও। শনিবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেন, এই সেনারা শিগগিরই ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে নামবে।
পশ্চিমাদের বিশ্বাস, রাশিয়ার সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে প্রায় ১০ হাজার উত্তর কোরীয় সেনা অবস্থান করছেন। অস্টিনের ভাষায়, ওই সেনাদের রাশিয়ান ফরমেশনের সঙ্গে খাপ খাওয়ানো হচ্ছে। তবে এখনো পর্যন্ত উত্তর কোরীয় সেনা সক্রিয় যুদ্ধে অংশ নিয়েছে, এমন উল্লেখযোগ্য কোনো প্রতিবেদনও দেখা যায়নি।
এর আগে বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার সরকার এবং একটি রিসার্চ গ্রুপ জানিয়েছে, পিয়ংইয়ংকে তেল, অ্যান্টি এয়ার-মিসাইল এবং আর্থিক সহায়তা করেছে রাশিয়া। বিনিময়ে রাশিয়ায় সেনা পাঠাচ্ছেন কিম জং উন।
কিয়েভের অভিযোগ, ইউক্রেনের পুনঃদখল করা অঞ্চল ফিরে পেতে সীমান্ত এলাকায় উত্তর কোরীয়সহ ৫০ হাজার সেনা জড়ো করেছে রাশিয়া।