9:38 am, Monday, 16 September 2024

একরাতে ৩৬ যানবাহনে আগুন

একরাতে ৩৬ যানবাহনে আগুন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech
একরাতে ৩৬ যানবাহনে আগুন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর চাঁদপুর, ঢাকা, গাজীপুর, বগুড়া, সিলেট, হবিগঞ্জ, নোয়াখালী ও চট্টগ্রামে যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১৫ নভেম্বর) রাতে ওই ৮ জেলায় ৩৬ যানবাহনে ভাঙচুর করে দুর্বৃত্তরা। এসময় যানবাহগুলোতে আগুনও দেয় দুর্বৃত্তরা।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় বলেন, চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে কয়েকজন সড়ক অবরোধের চেষ্টা করে। এসময় তারা ঢিল মেরে কয়েকটি অটোরিকশার ভাঙচুর করে। এসময় কয়েকজন আহত হয়েছে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঢাকার দোহার বাজারে রাত ১০টার দিকে একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে এই তথ্য জাননো হয়েছে।

চট্টগ্রামে রাত ১০টা ৫০ মিনিটের দিকে খুলশীর ওয়াসার মোড় এলাকায় রাস্তার পাশে পার্কিং করা দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগ্রাবাদ ফায়ার স্টেশনের দুটি ইউনিট সেখানে গেছে বলে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

সিলেটে রাত পৌনে ৯টার দিকে শাহপরানের দাসপাড়ায় লেগুনায় আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস সেখানে পৌঁছায়। সিলেট সেনানিবাস ফায়ার স্টেশনের ২ ইউনিট আগুন নেভানোর কাজ করে।

বগুড়া সদরের শাকপালায় একটি কনটেইনারবাহী লরিতে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে রাত ৮টা ৫৫ মিনিটের দিকে বগুড়া ফায়ার স্টেশনের একটি ইউনিট সেখানে যায়।

নোয়াখালী দত্তের হাট এলাকায় তিনটি মোটরসাইকেল ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল হক রনি এই তথ্য নিশ্চিত করেছেন।

গাজীপুরের শ্রীপুর উপজেলায় মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি মিনিবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৫ নভেম্বর) রাত পৌনে ১২টায় শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় বাসে আগুনের এ ঘটনা ঘটে। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশিদ জানান, জৈনাবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড় করিয়ে রাখা একটি মিনিবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

টঙ্গীতে একটি মালবাহী পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৫ নভেম্বর) রাত পৌনে নয়টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান বলেন, ‘আমরা আগুনের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়েছিলাম। কিন্তু সেখানে গিয়ে কাউকে পাওয়া যায়নি। চালকও গাড়ি নিয়ে চলে যান।

হবিগঞ্জ শহরের মুসলিম কোয়ার্টার এলাকায় বুধবার সাড়ে ৭টায় প্রায় ৫০ জন যুবক মিছিল বের করে। এসময় প্রধান সড়কে ২টি প্রাইভেট কার, পিকআপ ভাঙচুর করে তারা। পরে তারা কয়েকটি ককটেল বিস্ফোরণ করে দ্রুত এলাকা ত্যাগ করে।

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat বাংলাদেশ ডিপ্লোম্যাট

Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট | A Popular News Portal Of Bangladesh.
Popular Post

একরাতে ৩৬ যানবাহনে আগুন

Update Time : 08:56:11 am, Thursday, 16 November 2023
একরাতে ৩৬ যানবাহনে আগুন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর চাঁদপুর, ঢাকা, গাজীপুর, বগুড়া, সিলেট, হবিগঞ্জ, নোয়াখালী ও চট্টগ্রামে যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১৫ নভেম্বর) রাতে ওই ৮ জেলায় ৩৬ যানবাহনে ভাঙচুর করে দুর্বৃত্তরা। এসময় যানবাহগুলোতে আগুনও দেয় দুর্বৃত্তরা।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় বলেন, চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে কয়েকজন সড়ক অবরোধের চেষ্টা করে। এসময় তারা ঢিল মেরে কয়েকটি অটোরিকশার ভাঙচুর করে। এসময় কয়েকজন আহত হয়েছে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঢাকার দোহার বাজারে রাত ১০টার দিকে একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে এই তথ্য জাননো হয়েছে।

চট্টগ্রামে রাত ১০টা ৫০ মিনিটের দিকে খুলশীর ওয়াসার মোড় এলাকায় রাস্তার পাশে পার্কিং করা দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগ্রাবাদ ফায়ার স্টেশনের দুটি ইউনিট সেখানে গেছে বলে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

সিলেটে রাত পৌনে ৯টার দিকে শাহপরানের দাসপাড়ায় লেগুনায় আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস সেখানে পৌঁছায়। সিলেট সেনানিবাস ফায়ার স্টেশনের ২ ইউনিট আগুন নেভানোর কাজ করে।

বগুড়া সদরের শাকপালায় একটি কনটেইনারবাহী লরিতে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে রাত ৮টা ৫৫ মিনিটের দিকে বগুড়া ফায়ার স্টেশনের একটি ইউনিট সেখানে যায়।

নোয়াখালী দত্তের হাট এলাকায় তিনটি মোটরসাইকেল ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল হক রনি এই তথ্য নিশ্চিত করেছেন।

গাজীপুরের শ্রীপুর উপজেলায় মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি মিনিবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৫ নভেম্বর) রাত পৌনে ১২টায় শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় বাসে আগুনের এ ঘটনা ঘটে। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশিদ জানান, জৈনাবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড় করিয়ে রাখা একটি মিনিবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

টঙ্গীতে একটি মালবাহী পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৫ নভেম্বর) রাত পৌনে নয়টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান বলেন, ‘আমরা আগুনের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়েছিলাম। কিন্তু সেখানে গিয়ে কাউকে পাওয়া যায়নি। চালকও গাড়ি নিয়ে চলে যান।

হবিগঞ্জ শহরের মুসলিম কোয়ার্টার এলাকায় বুধবার সাড়ে ৭টায় প্রায় ৫০ জন যুবক মিছিল বের করে। এসময় প্রধান সড়কে ২টি প্রাইভেট কার, পিকআপ ভাঙচুর করে তারা। পরে তারা কয়েকটি ককটেল বিস্ফোরণ করে দ্রুত এলাকা ত্যাগ করে।