7:31 am, Sunday, 22 December 2024

সেনাকুঞ্জে কুশল বিনিময় করলেন ‍ড. ইউনূস-খালেদা জিয়া

  • Akram
  • Update Time : 06:10:49 pm, Thursday, 21 November 2024
  • 35

সেনাকুঞ্জে কুশল বিনিময় করলেন ‍ড. ইউনূস-খালেদা জিয়া

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে কুশল বিনিময় করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এ সময় তাদের পাশাপাশি চেয়ারে বসে কথা বলতে দেখা গেছে।

হস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

অন্যদিকে সশস্ত্র বাহিনীর আমন্ত্রণে প্রায় এক যুগ পর সেনাকুঞ্জে গেছেন বেগম খালেদা জিয়া। সেখানে সাক্ষাৎ হলে একে অপরের সঙ্গে কুশল বিমিনয় করেন তারা।

এর আগে আজ বিকেল ৩টা ৫০ মিনিটে সেনানিবাসস্থ সেনাকুঞ্জে পৌঁছান সাবেক এই প্রধানমন্ত্রী। বিকেল সাড়ে ৩টায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে সেনাকুঞ্জে রওনা করেছেন বেগম খালেদা জিয়া।

জানা গেছে, ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি সিলেট সফর করেন খালেদা জিয়া। আর ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে কারাগারে যান। তারপর ২০২০ সালে করোনা ভাইরাসের মধ্যে সাবেক আওয়ামী লীগ সরকারের সময় নির্বাহী আদেশে মুক্তি পেলেও কোনো জনসম্মুখে অনুষ্ঠানে যাননি তিনি।

ফলে, প্রায় ৬ বছর পর কোনো অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন খালেদা জিয়া। আর সবশেষ ২০১২ সালে সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে তিনি যোগ দিয়েছিলেন। তার আগে ২০১০ সালে আওয়ামী লীগ সরকারের সময় খালেদা জিয়াকে তার সেনানিবাসস্থ বাড়ি থেকে উচ্ছেদ করা হয়।

Write Your Comment

About Author Information

Akram

কনক্রিট হল ব্লক- বাড়ির শক্ত ভিতের জন্য সেরা পছন্দ

সেনাকুঞ্জে কুশল বিনিময় করলেন ‍ড. ইউনূস-খালেদা জিয়া

Update Time : 06:10:49 pm, Thursday, 21 November 2024

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে কুশল বিনিময় করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এ সময় তাদের পাশাপাশি চেয়ারে বসে কথা বলতে দেখা গেছে।

হস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

অন্যদিকে সশস্ত্র বাহিনীর আমন্ত্রণে প্রায় এক যুগ পর সেনাকুঞ্জে গেছেন বেগম খালেদা জিয়া। সেখানে সাক্ষাৎ হলে একে অপরের সঙ্গে কুশল বিমিনয় করেন তারা।

এর আগে আজ বিকেল ৩টা ৫০ মিনিটে সেনানিবাসস্থ সেনাকুঞ্জে পৌঁছান সাবেক এই প্রধানমন্ত্রী। বিকেল সাড়ে ৩টায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে সেনাকুঞ্জে রওনা করেছেন বেগম খালেদা জিয়া।

জানা গেছে, ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি সিলেট সফর করেন খালেদা জিয়া। আর ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে কারাগারে যান। তারপর ২০২০ সালে করোনা ভাইরাসের মধ্যে সাবেক আওয়ামী লীগ সরকারের সময় নির্বাহী আদেশে মুক্তি পেলেও কোনো জনসম্মুখে অনুষ্ঠানে যাননি তিনি।

ফলে, প্রায় ৬ বছর পর কোনো অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন খালেদা জিয়া। আর সবশেষ ২০১২ সালে সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে তিনি যোগ দিয়েছিলেন। তার আগে ২০১০ সালে আওয়ামী লীগ সরকারের সময় খালেদা জিয়াকে তার সেনানিবাসস্থ বাড়ি থেকে উচ্ছেদ করা হয়।