3:21 pm, Sunday, 22 December 2024

সাবেক এমপি শাহজাহান ওমরের বাড়িতে হামলা-ভাঙচুর

  • Akram
  • Update Time : 10:46:29 am, Thursday, 21 November 2024
  • 27

সাবেক এমপি শাহজাহান ওমরের বাড়িতে হামলা-ভাঙচুর

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগদান করা ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) এর সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমরের বাড়িতে হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তার বাসভবনের তিনটি জানালার গ্লাস ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বুধবার (২০ নভেম্বর) রাত ৮টার দিকে রাজাপুর উপজেলা সদরের গোডাউনঘাট এলাকায় মেহজাবিন নামের শাহজাহান ওমরের নিজ বাড়িতে হামলা-ভাঙচুরের এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার রাত ৮টার দিকে ৭-৮ জন যুবক বাড়ির প্রাচীরের বাইরে থেকে ওই ভবনে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। এতে পূর্ব পাশের ভবনের সামনের দুইটি ও উত্তর পাশের একটি গ্লাসের আংশিক ভেঙে পড়ে যায়।

হামলার বিষয়টি নিশ্চিত করেন ওই ভবনে বসবাসকারী শাহজাহান ওমরের ভাগ্নে রফিকুল ইসলাম দুলাল। তিনি জানান, বুধবার রাত ৮টার দিকে ৭-৮ জন যুবক বাড়ির প্রাচীরের বাইরে থেকে ভবনের দিকে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। তারা তিনটি গ্লাস ভাঙচুর করে চলে যায়।

বর্তমানে বরিশালে অবস্থান করা বীর মুক্তিযোদ্ধা শাহজাহান ওমর অভিযোগ করেন, উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ ও সেক্রেটারি নাসিম আকনের নেতৃত্বে তার বাড়িতে হামলা করা হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, শাহজাহান ওমরের বাড়িতে হামলার ঘটনাটি শুনেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেননি বলেও জানান তিনি।

উল্লেখ্য, বিএনপির সঙ্গে প্রায় চল্লিশ বছরের রাজনীতিক সম্পর্ক শেষ করে দ্বাদশ সংসদ নির্বাচনের কয়েকদিন আগে বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেন। দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে জয়ী হন শাহজাহান ওমর। তবে গত ৫ আগস্টের পর থেকে পলাতক রয়েছে তিনি।

Write Your Comment

About Author Information

Akram

কনক্রিট হল ব্লক- বাড়ির শক্ত ভিতের জন্য সেরা পছন্দ

সাবেক এমপি শাহজাহান ওমরের বাড়িতে হামলা-ভাঙচুর

Update Time : 10:46:29 am, Thursday, 21 November 2024

দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগদান করা ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) এর সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমরের বাড়িতে হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তার বাসভবনের তিনটি জানালার গ্লাস ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বুধবার (২০ নভেম্বর) রাত ৮টার দিকে রাজাপুর উপজেলা সদরের গোডাউনঘাট এলাকায় মেহজাবিন নামের শাহজাহান ওমরের নিজ বাড়িতে হামলা-ভাঙচুরের এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার রাত ৮টার দিকে ৭-৮ জন যুবক বাড়ির প্রাচীরের বাইরে থেকে ওই ভবনে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। এতে পূর্ব পাশের ভবনের সামনের দুইটি ও উত্তর পাশের একটি গ্লাসের আংশিক ভেঙে পড়ে যায়।

হামলার বিষয়টি নিশ্চিত করেন ওই ভবনে বসবাসকারী শাহজাহান ওমরের ভাগ্নে রফিকুল ইসলাম দুলাল। তিনি জানান, বুধবার রাত ৮টার দিকে ৭-৮ জন যুবক বাড়ির প্রাচীরের বাইরে থেকে ভবনের দিকে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। তারা তিনটি গ্লাস ভাঙচুর করে চলে যায়।

বর্তমানে বরিশালে অবস্থান করা বীর মুক্তিযোদ্ধা শাহজাহান ওমর অভিযোগ করেন, উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ ও সেক্রেটারি নাসিম আকনের নেতৃত্বে তার বাড়িতে হামলা করা হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, শাহজাহান ওমরের বাড়িতে হামলার ঘটনাটি শুনেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেননি বলেও জানান তিনি।

উল্লেখ্য, বিএনপির সঙ্গে প্রায় চল্লিশ বছরের রাজনীতিক সম্পর্ক শেষ করে দ্বাদশ সংসদ নির্বাচনের কয়েকদিন আগে বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেন। দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে জয়ী হন শাহজাহান ওমর। তবে গত ৫ আগস্টের পর থেকে পলাতক রয়েছে তিনি।