12:06 am, Sunday, 22 December 2024

রাজধানীতে পুলিশ-অটোরিকশা চালকদের সংঘর্ষে ২ পুলিশ আহত

  • Akram
  • Update Time : 05:49:15 pm, Wednesday, 20 November 2024
  • 44

রাজধানীতে পুলিশ-অটোরিকশা চালকদের সংঘর্ষে ২ পুলিশ আহত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ঢাকা মহানগরীতে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেওয়ার পর রাজধানীর যাত্রাবাড়ী এলাকার দয়াগঞ্জ মোড়ে রিকশাচালকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ঘটে। সংঘর্ষের ফলে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

বুধবার (২০ নভেম্বর) দুপুর ১২টার দিকে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ দেওয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা। একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান তারা।

এ বিষয়ে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহম্মেদ বলেন, দয়াগঞ্জ মোড়ে মূল সড়কে ব্যাটারিচালিত রিকশা চালানোর দাবিতে অবরোধ করে রিকশাচালকরা। এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হলে তাদেরকে সড়ক ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করা হয়। তবে তারা পুলিশের অনুরোধ না শুনে উল্টো পুলিশের ওপর আক্রমণ চালায়। এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি বলেন, ব্যাটারিচালিত রিকশাচলকরা দুপুর ১টার দিকে সড়ক ছেড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এর আগে, ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (১৯ নভেম্বর) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এতে স্বরাষ্ট্র সচিব, স্থানীয় সরকার সচিব, আইজিপি, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, ঢাকার দুই সিটি করপোরেশন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের আদালতের এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

প্যাডেলচালিত রিকশা সংগঠন ‌বৃহত্তর ঢাকা সিটি করপোরেশন প্যাডেল চালিত রিকশা মালিক ঐক্যজোটের সভাপতি জহুরুল ইসলাম মাসুম ও সাধারণ সম্পাদক মো. মমিন আলী এ বিষয়ে রিট পিটিশনটি দায়ের করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী ও ব্যারিস্টার তাহসিনা তাসনিম মৃদু।

Write Your Comment

About Author Information

Akram

কনক্রিট হল ব্লক- বাড়ির শক্ত ভিতের জন্য সেরা পছন্দ

রাজধানীতে পুলিশ-অটোরিকশা চালকদের সংঘর্ষে ২ পুলিশ আহত

Update Time : 05:49:15 pm, Wednesday, 20 November 2024

ঢাকা মহানগরীতে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেওয়ার পর রাজধানীর যাত্রাবাড়ী এলাকার দয়াগঞ্জ মোড়ে রিকশাচালকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ঘটে। সংঘর্ষের ফলে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

বুধবার (২০ নভেম্বর) দুপুর ১২টার দিকে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ দেওয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা। একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান তারা।

এ বিষয়ে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহম্মেদ বলেন, দয়াগঞ্জ মোড়ে মূল সড়কে ব্যাটারিচালিত রিকশা চালানোর দাবিতে অবরোধ করে রিকশাচালকরা। এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হলে তাদেরকে সড়ক ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করা হয়। তবে তারা পুলিশের অনুরোধ না শুনে উল্টো পুলিশের ওপর আক্রমণ চালায়। এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি বলেন, ব্যাটারিচালিত রিকশাচলকরা দুপুর ১টার দিকে সড়ক ছেড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এর আগে, ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (১৯ নভেম্বর) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এতে স্বরাষ্ট্র সচিব, স্থানীয় সরকার সচিব, আইজিপি, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, ঢাকার দুই সিটি করপোরেশন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের আদালতের এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

প্যাডেলচালিত রিকশা সংগঠন ‌বৃহত্তর ঢাকা সিটি করপোরেশন প্যাডেল চালিত রিকশা মালিক ঐক্যজোটের সভাপতি জহুরুল ইসলাম মাসুম ও সাধারণ সম্পাদক মো. মমিন আলী এ বিষয়ে রিট পিটিশনটি দায়ের করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী ও ব্যারিস্টার তাহসিনা তাসনিম মৃদু।