অন্তর্বর্তীকালীন সরকার পাঁচটি নতুন সংস্কার কমিশন গঠন করেছে, যার মধ্যে রয়েছে গণমাধ্যম, স্থানীয় সরকার, স্বাস্থ্যখাত, শ্রম ও নারী বিষয়ক কমিশন।
সোমবার (১৮ নভেম্বর) রাত ৮টার দিকে মন্ত্রিপরিষদ বিভাগ এই সংক্রান্ত পাঁচটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপন থেকে জানা গেছে, সাংবাদিক কামাল আহমেদকে গণমাধ্যম, বিশেষজ্ঞ প্রফেসর তোফায়েল আহমেদকে স্থানীয় সরকার, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি প্রফেসর একে আজাদ খানকে স্বাস্থ্যখাত সংস্কার কমিশন প্রধান করা হয়েছে।
অন্যদিকে, বিলসের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদকে শ্রম এবং নারীপক্ষের প্রতিষ্ঠাতা সদস্য শিরীন পারভিন হককে নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান করা হয়েছে।